পঞ্চায়েত ভোটে তৃণমূলের হার খোদ ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের গ্রামেই। রাজ্যের শাসক দল তৃণমূলের হার হল আরাবুলের গ্রাম পোলেরহাট ২-এ। দুপুর ২টো পর্যন্ত ফলাফলের ট্রেন্ড অনুযায়ী পোলেরহাট ২ পঞ্চায়েতে মোট ২৪টি আসনের মধ্যে ১৬টি আসনের ফল ঘোষণা হয়েছে। এরমধ্যে ১৫টিতে জিতেছে শাসকবিরোধী জমি রক্ষা কমিটি এবং আইএসএফের জোট। তৃণমূল জয়ী মাত্র একটি আসনে।
পঞ্চায়েত ভোট গণনা শেষ হওয়ার আগে পোলেরহাট ২-এ হার স্বীকার করে নিয়েছেন আরাবুল ইসলাম। গণনার সময় পোলেরহাট স্কুলে উপস্থিত ছিলেন। এরপর হঠাৎ সেখান থেকে তিনি বেরিয়ে এলে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন। উত্তরে তিনি বলেন, “আমার বুথে জিতেছি। কিন্তু পোলেরহাট ২-এর অন্য বুথগুলোয় হেরেছি। কোথাও ৫ কোথাও ৭ কোথাও ১০ ভোটে হেরেছে আমাদের প্রার্থীরা। আমাদের ৭ জন প্রার্থী শুধুমাত্র ৫-১৫ ভোটে হেরেছে। এই অবস্থা। কী আর করার আছে। হতেই পারে। কিন্তু ১০টা গ্রাম পঞ্চায়েতের বাকি ৯টাই তৃণমূলের দখলে।“
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনাকেন্দ্রের ধারেকাছে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রত্যেক কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
প্রথমে হবে গ্রাম পঞ্চায়েতের গণনা, তারপর পঞ্চায়েত সমিতি এবং শেষে জেলাই পরিষদের। ৩৩৯ টি কেন্দ্রে গণনা চলছে।