Nadia: ‘গন্ডগোল হয়নি তবু ভোট, ইয়ার্কি হচ্ছে?’ পুনর্নির্বাচন বয়কট ভোটারদের

দেব না ভোট। ইয়ার্কি হচ্ছে? এমনই প্রশ্নে রাজ্য নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন । নদিয়ার নাকাশিপাড়ার পেটুয়াডাঙ্গায় ১০৪ নম্বর বুথের ভোটাররা। তাদের দাবি, এখানে ভোটে কোনও…

short-samachar

দেব না ভোট। ইয়ার্কি হচ্ছে? এমনই প্রশ্নে রাজ্য নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন । নদিয়ার নাকাশিপাড়ার পেটুয়াডাঙ্গায় ১০৪ নম্বর বুথের ভোটাররা। তাদের দাবি, এখানে ভোটে কোনও গণ্ডোগোল হয়নি, তার পরেও পুনর্নির্বাচন করানো হচ্ছে। তারা ফের ভোট বয়কট করেছেন। এর জেরে উত্তেজনা। তবে এই উত্তেজনা ভোট ভোট চুরি, ছাপ্পা, সন্ত্রাসকে কেন্দ্র করে নয় বরং পুননির্বাচনের ভোট গ্রহণে আপত্তি এলাকাবাসীর।

   

বুথে নেই কোনো পোলিং এজেন্ট ভোটাররাও নেই। কাওকে ঢুকতে দেওয়া হচ্ছে না বুথ কেন্দ্রে। বুথে ঢুকতে বাধা দিচ্ছেন বাহিনী এমনও অভিযোগ করছেন গ্রামবাসীরা। দ্বিতীয়বার ভোট দিতে নারাজ নাকাশিপাড়ায় ভোটাররা। তাদের দাবি শনিবার তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছিলেন। কোনরকম অশান্তি গন্ডগোল এই এলাকায় ছিল না। এরপরে আজ ফের কেন এই জায়গায় পুননির্বাচন হচ্ছে।

এই এলাকায় চারটি দলের যে সকল প্রার্থী আছে তারা এবং এলাকাবাসীদের দাবি, কোনো ভোট দেব না আমরা। গ্রামবাসীদের সঙ্গে নিয়েই তারা দাবি করছে শনিবার এই বুথে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। তারা দাবি করছে কোনো রকম ভাবেই তারা ভোট দেবো না দরকার হলে বিডিওর কাছে যাবে। তা না হলে সাধারণ মানুষ এবং প্রার্থীরা আদালতের দ্বারস্থ হবে।

গত ৮ জুলাই অর্থাৎ শনিবার ছিল পঞ্চায়েত ভোটের নির্বাচন তবে গোটা রাজ্য জুড়ে ভোট পর্বকালীন হিংসা, খুন, ভোট চুরির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। বহু জায়গায় ভোট দিতে পারেনি অধিকাংশ মানুষ। আবার কোথাও ভোট দিলেও চুরি হয়েছে ব্যালট বক্স। চলেছে দেদার ছাপ্পা।

নির্বাচন কমিশনের নির্দেশে আজ শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের পুননির্বাচন। তবে নাকাশিপাড়ার ভোটারদের দ্বিতীয়বার ভোট দেওয়ায় আপত্তিতে তীব্র শোরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে।