এই প্রথম বাম নেতা গৌতম দেব (Goutam Deb) পঞ্চায়েত ভোট (Panchayat Election) দিতে পারলেন না। একসময়ের দাপুটে এই বাম নেতা দাবি করেন যে ভোরবেলা থেকেই তাঁর বাড়ি কিছু অজ্ঞ্যত পরিচয় যুবক ঘিরে রেখেছিল। এর ফলে তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি বলে জানান।
গৌতম দেবের বাড়ি নিউটাউনের জ্যাংড়া হাতিয়ারা গ্রামপঞ্চায়েত এলাকায়। ভোরে গিয়ে ভোটদান করবেন বলে ঠিক করেন। সেইমতো ভোর সাড়ে পাঁচটাতে উঠে পড়েন। পরে পরিবারের লোকজন তাঁকে জানান যে বাড়ির চারপাশ ঘিরে রয়েছে বেশ কয়েকজন অপরিচিত যুবক। তাই তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি বলেই জানান সাংবাদিকদের।
গৌতম দেব আরও অভিযোগ করেন যে দলের ছেলেরা ভোট দিতে গিয়েছিল কিন্তু তাঁদের বাধা দেওয়া হয়েছে। তাই যদি তিনি যেতেন তাহলে হয়ত তাঁকেও বাধার মুখে পড়তে হত। গৌতম দেব জানিয়েছেন যে তিনি কমিশনকে এই বিষয়টি জানিয়েছেন।