Howrah: আনিসের রক্ত তো আমার শরীরেও আছে তৃণমূলকে আক্রমণ বাম প্রার্থী সামসুদ্দিনের

হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচন। গোটা রাজ্যজুড়ে সরগরম রাজনৈতিক মহল। গতকাল ছিল পঞ্চায়েত প্রচারের শেষ দিন। সব রাজনৈতিক দল করেছে তাদের শেষ বেলার প্রচার। তবে সালেম খান…

হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচন। গোটা রাজ্যজুড়ে সরগরম রাজনৈতিক মহল। গতকাল ছিল পঞ্চায়েত প্রচারের শেষ দিন। সব রাজনৈতিক দল করেছে তাদের শেষ বেলার প্রচার। তবে সালেম খান এবং সামসুদ্দিন খানের প্রচার ছিল আনিসকে সামনে রেখে। কী বললেন নিহত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান এবং দাদা সামসুদ্দিন?

পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকে রাজ্যে এই মুহুর্তে ভোট সন্ত্রাসের বলি ১৮ জন। এই বিষয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচভেলকে সাক্ষাতকারে আনিস খানের বাবা রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। সালেম খান বলেছেন, ‘আনিসের মতো প্রতিবাদ যারা যেই জায়গায় করছে, সেই জায়গায় মৃত্যুর ঘটনার ঘণ্টা বাজছে। তাদের মেরে দেওয়া হচ্ছে। কিন্তু এর জন্য দায়ী কে?’

   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সালে খান আরও বলেন, ‘এখানে শাসক দল মুখ্যমন্ত্রীরই তো। এই মৃত্যু আমি তো আশা করছি উনি বন্ধ করবেন না। যদি করেই দেয় তাহলে এখানে শাসক দল হিসেবে মমতা ব্যানার্জিকে আর দেখা যাবেনা।‘

শেষবেলার প্রচারে আনিসকে মনে পড়ছে বাবা সালেমের৷ আজও বিচারের আশায় লড়ে যাচ্ছেন তিনি। আক্ষেপের সুরে সালেন খান বলেন, “আনিসের হত্যার বিচার পাইনি বলে আমি আমার আনিস যে রাজনীতিটা করত, যে প্রতিবাদ করত, সেই জন্যেই আমি আজ আনিসের এক মেজদাকে, সামসুদ্দিনকে আমি পঞ্চায়েত সমিতি তে ৪১ নম্বর পার্টে দাঁড় করিয়েছি। পুরো কুশবেড়িয়া অঞ্চলের জত প্রার্থী সব আমি নিজেই দাঁড় করিয়েছি। সেই জন্যে টোটাল কুশবেড়িয়া আমি ক্যাম্পিং করাচ্ছি।‘

এবারের পঞ্চায়েতের নির্বাচনে নিহত ছাত্র নেতা আনিস খানের দাদাকে প্রার্থী করেছে সিপিআইএম। আনিস খানের খুনের ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য। আনিস খানের দাদা সামসুদ্দিন খানকে পঞ্চায়েতে প্রার্থী করাকে কার্যত মাস্টারস্ট্রোক বলেই মনে করা হয়েছে রাজনৈতিক মহলে। কুশবেড়িয়া পঞ্চায়েত সমিতির ৪২ নম্বর আসনে প্রার্থী করা হয়েছে আনিস খানের দাদা সামসুদ্দিন খানকে।‘