উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো এবার কোনো ক্লাব লড়াই করতে চলেছে জাতীয় স্তরে। সেটি হল বারাণসীর ইন্টার কাশি ফুটবল ক্লাব (Interkashir FC)। যতদূর জানা গিয়েছে, মোট তিনটি বিদেশি ক্লাবের ছত্রছায়ায় গড়ে উঠতে এই নয়া ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরা ও ইন্টার এসক্যালডেসের মতো ক্লাব।
এই আসন্ন আই লিগের জন্য নিজেদের শক্তিশালী দল নামানোই একমাত্র লক্ষ্য এই ফুটবল ক্লাবের। সেজন্য গত মাসের শেষের দিকেই বিড পেপার জমা করা হয়েছে তাদের তরফ থেকে। পাশাপাশি ক্লাবের লোগো বা জার্সি প্রকাশের দিকে ও দেওয়া হয়েছে নজর। তবে শুধু বিড জমা দেওয়া কিংবা হোম, অ্যাওয়ে ও থার্ড কিট প্রকাশ করাই নয়। মরশুমের জন্য ভালো দল গঠনের দিকে ও নজর আছে তাদের। সেইমতো দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের দিকে ও দেওয়া হয়েছে সমান নজর। তবে বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে এবার উঠে আসল নয়া তথ্য।
যতদূর খবর, এই নয়া মরশুমের কথা মাথায় রেখে ২২ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার জর্ডান ল্যামেলা গ্যারিডোর সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব। মূলত উইঙ্গার হিসেবে ই বিশেষ পরিচিত এই তারকা ফুটবলার। গত মরশুমে সিএ অ্যান্তোনিয়ানোর হয়ে খেলেছিলেন তিনি। পূর্বে জেরেস সিডির মতো স্প্যানিশ ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকা ফুটবলারের। বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন তিনি। তাই সুযোগ বুঝেই তার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে কাশি ক্লাব। সব ঠিকঠাক থাকলে এই নয়া মরশুম থেকেই এই নয়া ফুটবল ক্লাবের হয়ে আইলিগে খেলতে পারেন এই তারকা ফুটবলার।
বলাবাহুল্য, ইন্টার কাশির আগে উত্তরপ্রদেশ কে কেন্দ্র করে সকলের নজরে আসেনি সেরকম কোনো ফুটবল ক্লাব। তবে এবার সকলকে তাক লাগিয়ে জাতীয় স্তরের লড়াইয়ে চলে এলো বারানসীর এই ফুটবল ক্লাব। তাই সব ঠিকঠাক চললে এবারের আইলিগে বারাণসীর একাধিক ফুটবলার কে দেখতে চলেছে সকলে।