গতকাল রাত থেকেই মোহনবাগানের (Mohun Bagan SG) নতুন লোগোকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছিল নেট মাধ্যমে। আগত ডুরান্ড কাপের একটি টিম বোর্ডের মধ্যে থাকা দলগুলির মধ্যে মোহনবাগানের লোগোর দিকেই নজর ছিল সকলের। সেই নিয়ে কোনো বিবৃতি কারুর তরফ থেকে না উঠে আসলেও অবশেষে আজ কিছুক্ষণ আগে মোহনবাগান সুপারজায়ান্টস দলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয় নতুন লোগো। যেখানে দেখা যাচ্ছে, চিরপরিচিত সবুজ-মেরুন রঙের পাশাপাশি যথাস্থানেই রয়েছে পালতোলা নৌকা। পাশাপাশি নতুন নাম অনুযায়ী লেখা রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। তবে সেখানেই শেষ নয়। পালতোলা নৌকার গায়েই লেখা রয়েছে বাগানের ১৮৮৯ সালটি।
ক্লাবের পুরোনো লোগোতে এটিকে মোহনবাগান লেখা থাকলেও সেখানে উল্লেখ ছিল না প্রতিষ্ঠিত সাল। তবে এবার সেই পুরোনো সবকিছু ফিরে পেয়ে যথেষ্ট খুশি বাগান সমর্থকরা। উল্লেখ্য, গত কয়েক মাস আগেই মোহনবাগান ফ্যানস ক্লাবের একটি অনুষ্ঠানে এসে ক্লাব সচিব দেবাশীষ দত্ত বলেছিলেন, আগামী কয়েকদিনের মধ্যেই বড়সড় চমক আসতে চলেছে দলের সমর্থকদের জন্য। যেটি এটিকে উঠে যাওয়ার মতোই সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে দলের সমর্থকদের জন্য। তখন থেকেই আন্দাজ করা গিয়েছিল এমন সম্ভাবনার কথা। সমর্থকদের ও অপেক্ষা ছিল বহুদিন। অবশেষে এবার এমি মার্টিনেজের আশার আগেই নিজেদের নতুন লোগো প্রকাশ করল বাগান ম্যানেজমেন্ট।
Our General Secretary Shri Debashis Dutta welcomed Emi (Dibu) with our Club’s Uttoriyo to the City of Joy!#JoyMohunBagan #Mariners #MBAC #MB #GloriousPastVibrantFuture #MohunBagan #MohunBaganAC #MohunBaganAthleticClub #MohunBaganAllStars #KolkataPolice #KolkataPoliceFootballTeam pic.twitter.com/ecR5IMRjH8
— Mohun Bagan (@Mohun_Bagan) July 3, 2023
<
p style=”text-align: justify;”>যারফলে, বর্তমানে একেবারে যেন চাঁদের হাট মোহনবাগান শিবিরে। সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরেই এমি কে দেখার জন্য তৈরি হয়েছিল বাড়তি উন্মাদনা। এবার যেন তা কয়েকগুণ বেড়ে গেল। আজ দলের স্যোশাল সাইট থেকে এই লোগো আপলোড করার ফলে, এ কথা প্রায় নিশ্চিত যে আগত সমস্ত ফুটবল টুর্নামেন্টে এই লোগো জার্সিতে রেখেই খেলতে নামবে দল।