মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং আজ পদত্যাগ করতে পারেন বলে একাধিক জাতীয় সংবাদমাধ্যমে রিপোর্ট। প্রায় দুই মাস ধরে মণিপুরে সংঘর্ষ (Manipur Violence) চলতে থাকায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শুক্রবার তার পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে খবরে বলা হয়েছে।
জানা যাচ্ছে দুপুর ১টায় তিনি মণিপুরের রাজ্যপাল আনুসুইয়া উইকির সঙ্গে দেখা করবেন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শুক্রবার তার পদ ছাড়তে পারেন। কারণ জাতিগত সংঘর্ষের মধ্যে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে।
বিজেপি শাসিত মণিপুরে জাতিগত সংঘর্ষ ভয়াবহ। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীরব কেন এই প্রশ্নে বিতর্ক প্রবল। সরকারে থাকা বিজেপির বিধায়করা বেশিরভাগ বারবার মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধেই সরব হয়েছেন। দিল্লিতে তারা ধর্না দিয়েছিলেন।
রিপোর্ট অনুসারে মুখ্যমন্ত্রী বীরেন সিংকে আপাতত কাজ চালিয়ে যেতে বলেছিল বিজেপি।তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। তাঁকে ঘিরে রাজনৈতিক টানাটানি চলছিল বিজেপিতেই।
উত্তরপূর্বাঞ্চলে বিজেপি শাসিত মণিপুরে যেমন শাসকদলের গোষ্ঠিবাজি চরমে তেমনই ত্রিপুরায়। তবে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করে সে রাজ্যের বিধানসভা ভোটে ড্যামেজ কন্ট্রোল করেছে বিজেপি।