প্রয়াত হলেন বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’-র তাপস দাস। ‘বাপিদা’ নামেই চিনতেন সকলেই। দীর্ঘদিন ধরেই ফুস্ফুসের ক্যানসারে ভুগছিলেন। জীবন যুদ্ধে হার মানলেন। রবিবার সকালে জীবনাবসান মহীনের ঘোড়াগুলির ‘বাপিদা’র। দুই বাংলার শিল্পীরা শেষ দিনে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁর চকিৎসার খরচ যোগাতে। কিন্তু শেষ রক্ষা হলনা। রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন ‘বাপিদা’ ওরফে তাপস দাস।
মারণরোগ ক্যানসারে ভুগছিলেন তাপস দাস। এই খবর প্রকাশ্যে আসে এই বছরের জানুয়ারি মাসে। ‘ফসিলস’ থেকে ‘বর্ণ অনন্য’- র শিল্পীরা পাশে দাঁড়ান তাঁর। শহরে একাধিক কনসার্টের আয়োজন করা হয় ‘বাপিদা’র চিকিৎসার খরচ যোগাতে। পরে শিল্পীর চিকিৎসার দায়িত্ব নেন রাজ্য সরকার। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল মহীনের অন্যতম ঘোড়া তাপস দাসের। তাঁর প্রয়াণে দুঃখ্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে শোকবার্তা লেখেন মুখ্যমন্ত্রী।
I mourn the death of Tapas Das ( Bapi da), who was a part of India's first rock band in Bangla, Moheener Ghoraguli. He was diagnosed with terminal illness and our government bore his full treatment costs at SSKM hospital for months as our humble support to the talented artiste's…
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2023