Hyundai Exter লঞ্চের আগে মাত্র ১১,০০০ টাকা টোকেন দিয়ে শুরু হল বুকিং

নিজস্ব চেন্নাই প্ল্যান্টে Hyundai শুরু করে দিয়েছে Exter সাব-কম্প্যাক্ট SUV -এর উৎপাদন। ১০ই জুলাই Exterএর দাম ঘোষণা করা হবে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। ক্রেতাদের…

Hyundai Exter লঞ্চের আগে মাত্র ১১,০০০ টাকা টোকেন দিয়ে শুরু হল বুকিং

নিজস্ব চেন্নাই প্ল্যান্টে Hyundai শুরু করে দিয়েছে Exter সাব-কম্প্যাক্ট SUV -এর উৎপাদন। ১০ই জুলাই Exterএর দাম ঘোষণা করা হবে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। ক্রেতাদের দিতে হচ্ছে ১১,০০০ টাকা টোকেন হিসেবা বুকিং করা জন্যে। Hyundai প্রতিদ্বন্দ্বীতা করবে Tata Punch, Citrogen C3 এবং Maruti Ignis-এর সঙ্গে। Exter-এ থাকছে সানরুফ, ড্যাশক্যাম –এর মতো বৈশিষ্ঠ!

Advertisements

Grand i10 Nios এবং Aura-র মতন কিছুটা এই Hyundai Exter-এর মিল থাকলেও, এটি দেখতে দুটোর থেকে সম্পূর্ণ আলাদা বলেই দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। একটি প্যারামেট্রিক ডিজাইন রয়েছে সামনের গ্রিল, সি-পিলার এবং টেইল-লাইটে। H- প্যাটার্নযুক্ত স্বাক্ষর রয়েছে LED দিনের সময় চলার ল্যাম্পগুলির জন্য।

Advertisements
   

Exterএর বাইরেটা আলাদা হলেও ভিতরটা Hyundai-এর অন্য গাড়ির মতন। ড্যাশবোর্ড ডিজাইন প্রায় এক এবং রয়েছে একটি ৮-ইঞ্চি টাচস্ক্রিন। প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে যে গাড়িতে থাকছে একটি সানরুফ এবং ড্যাশক্যাম। Exterএ থাকছে একটি সিঙ্গেল ইউনিট যা ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রিণ করা যাবে। ড্যাশক্যাম তিনটে জিনিশ রেকর্ড করবে বিভিন্ন মোডে – Driving (normal), Event (safety) and Vacation (timelapse). একমাত্র Hyundai-এর Venue N Line- এ রয়েছে ড্যাশক্যামের মতন বৈশিষ্ঠ। Exterএ থাকছে Hyundai-এর ১.২ লিটার পেট্রল ইঞ্জিন।