ফের বঙ্গে বোমার বলি। বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে দুষ্কৃতির মৃত্যু। প্রবল বিস্ফোরণে কেঁপে যায় এলাকা। পঞ্চায়েত ভোটে ফের রক্তাক্ত পরিস্থিতি। (murshidabad) মুর্শিদাবাদ সরগরম।
ভোটের আগে একাধিক ঘটনায় রাজ্যে নিহতের সংখ্যা দশ। সম্প্রতি মুর্শিদাবাদের ফারাক্কায় বোমা বিস্ফোরণে পাঁচ শিশু জখম হয়। এবার বেলডাঙায় হল মৃত্যু।
বেলডাঙায় বিস্ফোরণে নিহতের নাম আলিম শেখ।অভিযোগ সে ও আরও কয়েকজন স্থানীয় বাগানে বোমা বাঁধছিল। তখনই দুর্ঘটনা ঘটে। আরও কয়েকজন আহত হয়েছে। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে কেউ জানে না। মনে করা হচ্ছে, হাসপাতালে না নিয়ে গিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।
পঞ্চায়েত ভোটে ব্যবহারের জন্যই এই বোমা বাধার কাজ হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনায় কংগ্রেসের তরফে বলা হয়েছে, তৃণমূলীরাই বোমা বানাতে দিয়েছিল। তৃণমূল দলের লোকজন একমাত্র দুষ্কৃতিমূলক কাজের সাথে যুক্ত থাকতে পারে। অভিযোগ অস্বীকার করেছে টিএমসি।
পুলিশ পুরো ঘটনার তদন্ত করতে শুরু করেছে। এই ঘটনায় মৃত আলিম শেখ দুষ্কৃতিমূলক কাজের সাথে যুক্ত থাকেন বলে জানা যাচ্ছে। কোথা থেকে বোমার মশলা এল তা খতিয়ে দেখা হচ্ছে।