রবিবার ভারতগামী ‘গ্যালাক্সি লিডার’ নামে জাহাজটি হাইজ্যাক (Ship Hijack)করেছে হুথি বিদ্রোহীরা। তুরস্ক থেকে জাহাজটির গুজরাটের পিপভাভ বন্দরে আসার কথা ছিল।জাহাজটি মাঝপথে হাইজ্যাক হয়েছে বলে খবর। যা নিয়ে পশ্চিম এশিয়ায় বেড়েছে উত্তেজনা। এবার সেই হাইজ্যাকের ভিডিও প্রকাশ্যে এল।
ভিডিওতে দেখা যাচ্ছে হেলিকপ্টারে করে হুথি বিদ্রোহীরা নেমে পড়ে জাহাজে। এরপর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তারা জাহাজের দখল নেয়। জাহাজের লোকজনকেও পণবন্দি করা হয়েছে।হুথি বন্দুকধারীদের একজনকে জাহাজের মধ্য দিয়ে হাঁটার সময় স্লোগান দিতেও দেখা গেছে। তিনি বলেন, ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমেরিকার মৃত্যু, ইজরায়েলের মৃত্যু, অভিশপ্ত ইহুদিদের পরাজয় হবে, ইসলামের জয় হবে।
⚡️#BREAKING The Houthi group publishes a video of its seizure of the Israeli ship in the south of the Red Sea. pic.twitter.com/DYZIq2IPKh
— War Monitor (@WarMonitors) November 20, 2023
এএফপি সূত্র অনুযায়ী জাহাজটিকে ঘুরিয়ে ইয়েমেনের বন্দর সালিফের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ইজরায়েলের দাবি, এর পেছনে ইরানের হাত রয়েছে। তবে ইরান এই অভিযোগ মানতে চায়নি। এদিকে বিদ্রোহী দলের মুখপাত্র মহম্মদ আব্দুল সালাম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এটা সবে শুরু। ইজরায়েল যদি গাজাতে হামলা বন্ধ না করে তবে এটা চলতে থাকবে। এই রুট দিয়ে কোনও ইজরায়েলি জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই জাহাজটিকে হাইজ্যাক করেছে বলে খবর। এটাকে ইজরায়েলের জাহাজ বলে তারা উল্লেখ করেছে। তবে ইজরায়েল বিষয়টি মানতে চায়নি। তাদের দাবি, ইজরায়েলের কেউ নেই জাহাজে। হাইজ্যাক হওয়া জাহাজটি ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন এবং এটি একটি জাপানি সংস্থা দ্বারা পরিচালিত বলে জানিয়েছে ইজরায়েল। জাহাজটিতে ইউক্রেনীয়, বুলগেরিয়ান, ফিলিপাইন্স এবং মেক্সিকানসহ বিভিন্ন দেশের ২৫ জন ক্রু ছিলেন।
উল্লেখ্য, ইজরায়েলের ওপর হামাসের আকস্মিক হামলার জবাবে গত ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে হামাস শাসিত গাজায় সাড়ে ১১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ইজরায়েলে প্রায় ১,২০০ মানুষ নিহত হয়েছে।ইজরায়েল হামাসকে নির্মূল করার অঙ্গীকার নিয়েছে।