ভয়ঙ্কর দাবানল, ভস্মীভূত ‘হলিউড নগরী’

ভয়াবহ দাবানলে ভস্মীভূত হলিউডের শহর লস এঞ্জেলেসের (Los Angeles) বিস্তৃর্ণ এলাকা। এই দাবানলে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্থ প্রায় ৩০০০ একর জমি। ঘরছাড়া হয়েছেন ৩০ হাজারের ওপর…

Los Angeles faces another massive wildfire

ভয়াবহ দাবানলে ভস্মীভূত হলিউডের শহর লস এঞ্জেলেসের (Los Angeles) বিস্তৃর্ণ এলাকা। এই দাবানলে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্থ প্রায় ৩০০০ একর জমি। ঘরছাড়া হয়েছেন ৩০ হাজারের ওপর মানুষ। ১০ হাজার বাড়ি এবং ২৫ হাজার মানুষের জীবনের ঝুঁকি নিয়ে রয়েছেন লস এঞ্জেলেসে। প্রাণনাশের আশঙ্কা কমাতে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে তাঁদের। আগুন নিয়ন্ত্রণ কাজ করছে স্থানীয় প্রশাসন। 

৫০ বছর আগেই পৃথিবীতে এসেছিল HMPV, কারা আক্রান্ত হয়েছিল জানেন?

   

দ্য অ্যাসোসিয়েট প্রেসের খবর অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। লস এঞ্জেলেসের উত্তরপূর্বে একটি বনাঞ্চল থেকেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। এরপর, তীব্র বয়ে চলা হাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পরে আগুন। 

কানাডার সম্ভাব্য প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অনিতা!

সম্প্রতি খবর অনুযায়ী, লস এঞ্জেলেস শহরের পাশের দুটো শহর, মালিবু এবং সান্তা মনিকায়ে অন্তত ১২৬২ একর জমি ক্ষতিগ্রস্থ হয়েছে আগুনে।

মুজিব হত্যা ষড়যন্ত্র ২: পার্টি জমতেই ভারতীয় সাংবাদিকের সামনে ক্ষমতা কাড়ার দাবি সেনাকর্তা ডালিমের!

শুকনো আবহাওয়া এবং ঝোড়ো হাওয়া কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা জেগেছে শহর জুড়ে। হওয়ার গতি বাড়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে জনবসতিপূর্ণ এলাকাগুলিও। পরিস্থিতি বেগতিক বুঝে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন স্থানীয়েরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্রে খবর, ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে, দাবানল আটকানোর প্রচেষ্টা পুরোদমে চললেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।