Pakistan: ইমরানকে খুনের পরিকল্পনা! চরম নাটকীয়তায় মোড়া পাক মহল

পাকিস্তানের রাজনীতিতে চলছে টানটান উত্তেজনা। ইমরান খান সরকারের শরিক এমকিউএম ও বালোচিস্তান আওয়াম পার্টি বিরোধী জোটে সামিল হওয়ায় আস্থা ভোটে ইমরানের পরাজয় অবশ্যম্ভাবী। ইমরানের পরাজয়…

পাকিস্তানের রাজনীতিতে চলছে টানটান উত্তেজনা। ইমরান খান সরকারের শরিক এমকিউএম ও বালোচিস্তান আওয়াম পার্টি বিরোধী জোটে সামিল হওয়ায় আস্থা ভোটে ইমরানের পরাজয় অবশ্যম্ভাবী।

ইমরানের পরাজয় সুনিশ্চিত হতেই পাক রাজনীতিতে উঠে এসেছে বেশ কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হল, ইমরানের পর সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? ইতিমধ্যেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের নাম ভেসে উঠেছে। দ্বিতীয় প্রশ্ন হল, পাকিস্তানে কি ফের নতুন করে সেনাশাসন জারি হতে চলেছে? এই বিতর্কের মধ্যেই পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইমরানকে খুন করার পরিকল্পনা করা হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এক চরম উত্তেজনাকর পরিস্থিতি।

শাসক দল তেহরিক-ই-ইনসাফের প্রবীণ নেতা ফয়জল ভাওদারকে উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানকে রীতিমতো ষড়যন্ত্র করে খুনের পরিকল্পনা চলছে। কূটনৈতিক মহল মনে করছে, এটা ইমরানের এক নতুন কৌশল। ইমরানের পরাজয় অবশ্যম্ভাবী। তাই সহানুভূতি কুড়োতেই ইমরান চক্রান্তের কথা রটিয়েছেন। ফের সেনাশাসন শুরু হতে চলেছে পাকিস্তানে?  উঠছে এমন প্রশ্ন।

এমকিউএম আগেই ইমরান সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে। পরবর্তী ক্ষেত্রে বালোচিস্তান আওয়াম পার্টিও ইমরান সরকারের পাশ থেকে সরে দাঁড়িয়েছে।  দুই জোট সঙ্গী সরে যাওয়ায় তাঁর পরাজয় যে কেউ আটকাতে পারবে না সেটা ইমরান নিজেও জানেন। যদিও তার পরেও তিনি ইস্তফা দিতে নারাজ। 

উল্লেখ্য, পাক সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে  ৩ এপ্রিল  ভোটাভুটি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 

এরই মধ্যে একটি সূত্র মারফত জানা গিয়েছে, নিজের গদি টিকিয়ে রাখতে দেশের বিরোধী নেতা শাহবাজ শরিফের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন ইমরান। ওই প্রস্তাবে ইমরান জানিয়েছিলেন, বিরোধীরা যদি অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নেন সে ক্ষেত্রে তিনি সংসদ ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনে যাবেন। সেই প্রস্তাব নাকি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন বিরোধীরা।

<

p style=”text-align: justify;”>বিরোধীরা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইমরান খান যতক্ষণ না ইস্তফা দিচ্ছেন ততক্ষণ তাঁদের এই লড়াই জারি থাকবে। এদিন সংসদের অধ্যক্ষের ডাকা বৈঠক বয়কট করেছেন বিরোধীরা।