Covid 19 : সংক্রমণ আরও ছড়াবে, শঙ্কিত WHO

  ওমিক্রনেই শেষ নয়। পিকচার আভি বাকি হ্যায়। https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400 সম্প্রতি করোন সম্পর্কে কিছু কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একটি অনলাইন প্রশ্ন উত্তর পর্বের মধ্যে দিয়ে…

Addressing a virtual community, Dr Tedros

 

ওমিক্রনেই শেষ নয়। পিকচার আভি বাকি হ্যায়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সম্প্রতি করোন সম্পর্কে কিছু কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একটি অনলাইন প্রশ্ন উত্তর পর্বের মধ্যে দিয়ে আশা-আশঙ্কার কথা
শুনিয়েছে ‘হু’। আলোচনা নির্যাস- ওমিক্রনের পরেও নতুন উপপ্রজাতির খোঁজ মিলবে। সেটি হয়তো আরও সংক্রামক হবে। তবে মৃত্যু মিছিল হবে কি না , সে ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব হয়নি।

সতর্কতার সুরে হু- এর পক্ষ থেকে বলা হয়েছে যে প্রাক-ওমিক্রন সময়ে একটি অনুমান করা গিয়েছিল ছিল যে প্রতি ১০ জন রোগীর মধ্যে একজন দীর্ঘস্থায়ী উপসর্গে ভুগবেন। তবে আসন্ন উপপ্রজাতির ক্ষেত্রে এমন কোনো সম্ভাবনার কথা এখনই বলা যাচ্ছে না।

ডব্লিউএইচও-র কোভিড-১৯ টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভে এক প্রশ্নের জবাবে বলেছেন, উদ্বেগের বিষয় এই যে আগামী উপপ্রজাতি হয়তো আরও বেশি সংক্রামক হবে। কারণ এটি বর্তমানে ওমিক্রনকেও পরিবর্তিত হয়ে অতিক্রম করতে চাইবে। যাইহোক, “বড় প্রশ্ন হল ভবিষ্যতের রূপগুলি কম বা বেশি গুরুতর হবে কিনা।”

প্রাথমিকভাবে কিছু বিজ্ঞানী দাবি করেছিলেন, আগামী দিনে করোনা ভাইরাসের আরও উপপ্রজাতি আসবে ঠিকই। তবে সেগুলো হয়তো দুর্বল থেকে দুর্বলতর হতে থাকবে। হু-এই সম্ভাবনার ওপর এখনও সিলমোহর দিতে চাইছে না। উল্টোটা যে হবে না, এমন আশঙ্কা জিইয়ে রেখেছে তারা।