২৬/১১ মুম্বই হামলার অন্যতম মাথা তাহিউর হুসেন রানাকে আজ রাতেই ভারতে আনা হচ্ছে। সেই সঙ্গে, তাকে নিয়ে সম্পূর্ণ দায় ঝেড়ে ফেলল পাকিস্তান। ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রানা এখন ‘শুধু কানাডার নাগরিক’। What Pak Said On Tahawwur Rana
পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শফকত আলি খানের কথায়, “তাহিউর রানা গত বিশ বছরেরও বেশি সময় ধরে কোনও পাকিস্তানি নথি নবায়ন করেনি। সে এখন স্পষ্টভাবে কানাডিয়ান নাগরিক। পাকিস্তান-কানাডা দ্বৈত নাগরিকত্ব মঞ্জুর করে না।”
আজ, বৃহস্পতিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রানা এসে নামবে দিল্লির পালাম এয়ার ফোর্স ঘাঁটিতে। নামার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করবে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। রাখা হবে তিহার জেলের কড়া নিরাপত্তার সেলে। এরপর আদালতে তোলা হবে এবং পরবর্তী পর্যায়ে মুম্বইয়ে নিয়ে গিয়ে জেরা ও বিচার হবে।
কে এই তাহিউর রানা? What Pak Said On Tahawwur Rana
পেশায় প্রাক্তন সেনা অফিসার। কানাডার পাসপোর্টধারী হলেও, মূলত পাকিস্তান বংশোদ্ভূত। অভিযোগ, নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে সরাসরি যোগ ছিল তার। মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী ডেভিড হেডলির সহযোগী।
হেডলি আমেরিকার জেলে বসে একাধিকবার স্বীকার করেছে, হামলার পরিকল্পনা, অর্থ ও লজিস্টিক সাপোর্ট— সব কিছুতেই পাশে ছিল রানা। গোয়েন্দাদের মতে, এই রানা ছিল আইএসআই এবং পাক সেনার হাতিয়ার।
২০০৯ সালে আমেরিকার এফবিআই তাকে গ্রেফতার করে। তখন কুখ্যাত ‘জিল্যান্ডস পোস্টেন’ পত্রিকায় হামলার ছকেও যুক্ত থাকার অভিযোগ ওঠে। ২০১১ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তারপর থেকে বন্দি। গত কয়েক বছর ধরেই ভারত তাকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক ও আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল।
কৃতিত্ব নিয়ে কড়া কাঁটাছেঁড়া What Pak Said On Tahawwur Rana
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বলছে, এই প্রত্যর্পণ তাদের কূটনৈতিক সাফল্য। কিন্তু কংগ্রেস মনে করাচ্ছে, রানাকে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছিল তাদের আমলে, ২০০৯ সালেই। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম বলেন, “এই প্রত্যর্পণ আসলে ইউপিএ সরকারের দীর্ঘ প্রচেষ্টারই ফল।”
২৬/১১— এক বিভীষিকার নাম What Pak Said On Tahawwur Rana
২০০৮ সালের ২৬ নভেম্বর। তিন দিন ধরে একের পর এক হামলায় কেঁপে উঠেছিল মুম্বই। নিশানা হয়েছিল তাজ হোটেল, ওবেরয়, ছত্রপতি শিবাজি স্টেশন, লিওপোল্ড ক্যাফে, নরিম্যান হাউস-সহ একাধিক জায়গা। প্রাণ হারান ১৬৬ জন। আহত হন ৩০০-র বেশি।
১০ জঙ্গির মধ্যে ৯ জন ঘটনাস্থলেই মারা যায়। একমাত্র ধরা পড়ে আজমল কাসব। তার ফাঁসি হয় ২০১২ সালে।
আজ সেই নারকীয় হামলার অন্যতম মাথা, তাহিউর রানাকে বিচার মঞ্চে দাঁড় করাতে চলেছে ভারত।
World: Tahawwur Rana, key 26/11 Mumbai attack accused, arrives in India tonight via US extradition. Pakistan denies citizenship. NIA to arrest him at Palam Airbase; to be held in Tihar and tried in Mumbai. Full story on what Pakistan said.