True Love চাই! রাস্তায় হোর্ডিং লাগিয়ে মহিলা খুঁজছেন ‘পারফেক্ট ম্যান’!

খবরের কাগজ, ম্যাট্রিমোনিয়াল সাইট, ডেটিং অ্যাপ, এসব এখন অতীত! সুপাত্র এবং ট্রু-লাভের খোঁজে রাস্তায় বড় বড় হোর্ডিং (Hoarding) লাগালেন এক ৪২ বছর বয়সী মহিলা। ক্যালিফোর্নিয়া-স্থিত…

খবরের কাগজ, ম্যাট্রিমোনিয়াল সাইট, ডেটিং অ্যাপ, এসব এখন অতীত! সুপাত্র এবং ট্রু-লাভের খোঁজে রাস্তায় বড় বড় হোর্ডিং (Hoarding) লাগালেন এক ৪২ বছর বয়সী মহিলা। ক্যালিফোর্নিয়া-স্থিত লিসা পুরনো দিনের পোশাকের ব্যবসা চালান। একজন সাহসী-স্বাধীন চেতা নারী লিসা মুক্তি চাইছেন একাকিত্ব থেকে। হোর্ডিং লাগিয়ে পাত্র খোঁজার বিষয়টি কোনও মজার ছলে নয়, বরং, সতিই তিনি একজন জীবন সঙ্গি খুঁজছেন বলে একটি মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

Advertisements

বিপুল পরিমাণে অর্থব্যয় করে স্যান্টা ক্ল্যারা থেকে সান ফান্সিস্কোর মাঝে প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা জুড়ে বড় বড় হোর্ডিং (Hoarding) লাগিয়েছেন বলে জানিয়েছেন লিসা। লিসার সঙ্গে যোগাযোগ করার জন্য MarryLisa.com নামক ওয়েবসাইটের নাম উল্লেখ করে হয়েছে হোর্ডিং গুলোতে। ইচ্ছুক ব্যক্তিরা ওই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। তারপর লিসা সেখান থেকে বেছে নেবেন তাঁর পছন্দসই কাউকে।

   

তবে পাত্র খুঁজতে গিয়ে লিসার জলের মত টাকা খরচ হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। ক্যালিফোর্নিয়ার ওই অঞ্চলে প্রতিনিয়ত বিলবোর্ডের ভাড়া বদলাতে থাকে। জায়গার জনপ্রিয়তা এবং লোক সমাগমের উপর নির্ভর করে বিলবোর্ডের ভাড়া নির্ধারিত হয়।

কিন্তু একাধিক উপায় থাকতে হোর্ডিং-কেই কেন বেছে নিলেন লিসা?

চলতি বছরের এপ্রিলে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে অনেক ডেটিং অ্যাপে বিয়ের জন্য পাত্র খুজেছেন লিসা। কিন্তু, বিয়ের জন্য কাউকেই পছন্দ হয়নি তাঁর। জীবনসঙ্গীর বিষয়ে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী নন লিসা। তবে একজন সৎ, ধার্মিক এবং চরিত্রবান পুরুষ চান তিনি। যে তাঁকে সত্যি ভালোবাসবে। তবে সহজ রাস্তা ছেড়ে হোর্ডিং-এ পাত্র খোঁজার ফলে নেটিজেন থেকে শুরু করে সংবাদমাধ্যম এমনকি পথচলতি মানুষদেরও নজর কেড়েছেন লিসা।