Home World ভিসা বন্ধ করল আমেরিকা! তালিকায় বাংলাদেশ-পাকিস্তান, ভারত আছে কি?

ভিসা বন্ধ করল আমেরিকা! তালিকায় বাংলাদেশ-পাকিস্তান, ভারত আছে কি?

US visa suspension 75 countries

নতুন বছরের শুরুতেই অভিবাসন নীতিতে বড়সড় আঘাত হানল ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক অভ্যন্তরীণ মেমোতে জানানো হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানসহ বিশ্বের মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর হতে চলেছে।

Advertisements

কেন এই আকস্মিক সিদ্ধান্ত?

মার্কিন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এই ৭৫টি দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে এসে ‘পাবলিক চার্জ’ বা সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, “আমেরিকার জনগণের উদারতার অপব্যবহার রোধ করতে এবং যারা নিজের ভার বহন করতে পারবে না, তাদের প্রবেশ রুখতে এই দীর্ঘস্থায়ী আইনি ক্ষমতার ব্যবহার করা হচ্ছে।”

   

তালিকায় রয়েছে কোন কোন দেশ? US visa suspension 75 countries

ভিসা স্থগিত হওয়া দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও রয়েছে:

মধ্যপ্রাচ্য ও এশিয়া: ইরান, আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, থাইল্যান্ড।

ইউরোপ ও আমেরিকা: রাশিয়া, ব্রাজিল।

আফ্রিকা: নাইজেরিয়া, সোমালিয়া, মিশর।

ভিসা পাওয়ার শর্ত আরও কঠিন

কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ে কঠোর নিয়ম অনুসরণ করেন। আবেদনকারীর বয়স, স্বাস্থ্য পরিস্থিতি, ইংরেজি ভাষার দক্ষতা, আর্থিক সংস্থান এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তার মতো বিষয়গুলো এখন থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রধান মাপকাঠি হিসেবে বিবেচিত হবে।

পাকিস্তানে ‘কূটনৈতিক অবমাননা’র বিতর্ক

বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে এই ঘোষণাটি এমন এক দিনে এসেছে যখন দেশটির শীর্ষ নেতৃত্ব মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ছেলের সাথে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) সই করতে ব্যস্ত ছিলেন। একদিকে কূটনৈতিক আতিথেয়তা, অন্যদিকে ভিসায় নিষেধাজ্ঞা, এই বৈপরীত্যকে পাকিস্তানের ভেতরেই অনেকে ‘কূটনৈতিক অবমাননা’ হিসেবে বর্ণনা করছেন।

কতদিন চলবে এই স্থগিতাদেশ?

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের স্ক্রিনিং বা যাচাইকরণ পদ্ধতি পুনর্বিবেচনা না করা পর্যন্ত এই স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে। এর ফলে পর্যটন, শিক্ষা, ব্যবসা এবং পারিবারিক পুনর্মিলনের জন্য অপেক্ষারত হাজার হাজার আবেদনকারী চরম অনিশ্চয়তার মুখে পড়লেন। ট্রাম্প গত নভেম্বরেই জানিয়েছিলেন যে, তিনি ‘তৃতীয় বিশ্বের দেশগুলো’ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের কথা ভাবছেন। বর্তমান সিদ্ধান্তটি সেই কঠোর অভিবাসন নীতিরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

World: Trump administration suspends US visa processing for 75 nations including Bangladesh and Pakistan from Jan 21. The move targets ‘public charge’ concerns as the State Department reassesses screening rules. A massive blow to global travel & migration.

Advertisements