
মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজাল কাটিয়ে এবার ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানির সুযোগ পেতে চলেছে ভারত। ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা একটি বিশেষ কাঠামোর আওতায় ভারত এই তেল কেনার অনুমতি পাবে। দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর, এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে।
ট্রাম্প প্রশাসনের কড়া বার্তা ও পরিকল্পনা
মার্কিন জ্বালানি সচিব ক্রিস্টোফার রাইট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই গোটা প্রক্রিয়াটি থাকবে আমেরিকার কঠোর নিয়ন্ত্রণে। তিনি বলেন, “আমরা তেল রপ্তানির অনুমতি দিচ্ছি, কিন্তু এর বিপণন করবে মার্কিন সরকার। বিক্রির টাকাও একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হবে।”
অন্যদিকে, নিউইয়র্কের এক জ্বালানি সম্মেলনে রাইট জানান, ভেনেজুয়েলার সঞ্চয়ে থাকা ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা করেছে আমেরিকা। এর পরবর্তী উৎপাদনও একইভাবে বিশ্ববাজারে ছাড়া হবে।
৫০০ কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা ট্রাম্পের US Venezuela oil deal India
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ঘোষণা করেছেন, ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর এক নতুন ব্যবস্থাপনায় ৫০ মিলিয়ন (৫ কোটি) ব্যারেল তেল পরিশোধন ও বিক্রি করবে আমেরিকা। ট্রাম্পের কথায়, “ভেনেজুয়েলা খুব সফল হতে চলেছে। যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আমরা তা ফিরিয়ে নিচ্ছি।”
ট্রাম্প আরও জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল পরিকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল সংস্থাগুলি প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। কোন কোম্পানি সেখানে বিনিয়োগের সুযোগ পাবে, তা সরাসরি ঠিক করবে হোয়াইট হাউস।
ভারতের জন্য কেন এটি গুরুত্বপূর্ণ?
মার্কিন নিষেধাজ্ঞা জারির আগে ভারত ছিল ভেনেজুয়েলার অন্যতম প্রধান খরিদ্দার। ভারতের আধুনিক রিফাইনারিগুলো ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল (Heavy Crude) প্রক্রিয়াকরণের জন্য অত্যন্ত উপযোগী। ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং তেলের উৎসে বৈচিত্র্য আনতে এই সিদ্ধান্ত বড়সড় স্বস্তি দিতে পারে নয়াদিল্লিকে।
উল্লেখ্য, সম্প্রতি মাদুরোকে কারাকাস থেকে আটক করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে গিয়েছে। বর্তমানে ভেনেজুয়েলার বন্দরে লক্ষ লক্ষ ব্যারেল তেল মজুত রয়েছে, যা এখন আমেরিকার হাত ধরে বিশ্ববাজারে আসতে চলেছে।
World: The US is prepared to allow India to buy Venezuelan crude oil under a Washington-controlled framework. President Trump announced a $100 billion investment to revive Venezuela’s oil sector after Maduro’s ouster. A major win for India’s energy security.










