US Student Visa Rules
ওয়াশিংটন: আমেরিকায় গিয়ে যদি শুধু ছাত্রছাত্রীর তকমা পরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা থাকে, তবে বিপদ আসন্ন। ক্লাস ফাঁকি, কোর্স মাঝপথে ছেড়ে দেওয়া বা শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি না নিয়েই পড়াশোনায় ছেদ—এবার এসব কাজ যে কোনও দিন আপনার স্টুডেন্ট ভিসা বাতিলের কারণ হয়ে দাঁড়াতে পারে।
পড়াশোনার শর্ত ভাঙলেই ভিসা বাতিল
ভারতে অবস্থিত আমেরিকার দূতাবাস সাফ জানিয়ে দিয়েছে—শিক্ষার নামে ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে পড়াশোনার শর্ত ভাঙলে কেবল ভিসা বাতিলই নয়, ভবিষ্যতে আমেরিকার মাটিতে ফেরার সবরকম সুযোগও বন্ধ হয়ে যেতে পারে।
“যদি আপনি কোর্স ছেড়ে দেন, ক্লাসে না যান বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার পড়াশোনা বন্ধ করেন—তবে আপনার স্টুডেন্ট ভিসা রদ হতে পারে। আর এর ফলে ভবিষ্যতের কোনও মার্কিন ভিসার জন্য যোগ্যতা থাকবে না,”—এক বিবৃতিতে জানিয়েছে আমেরিকান দূতাবাস।
ডিপোর্টেশনের ভয়ে রীতিমতো সিঁটিয়ে আন্তর্জাতিক পড়ুয়ারা US Student Visa Rules
এই কড়া বার্তা এসেছে এমন এক সময়, যখন কয়েক মাস আগেই আমেরিকায় ব্যাপক ডিপোর্টেশন অভিযান হয়েছে। বহু আন্তর্জাতিক ছাত্রছাত্রী, বিশেষত দক্ষিণ এশিয়ার অনেকেই, ফেরত পাঠানো হয়েছে দেশে। কেউ কেউ কাজের খোঁজে ছাত্রভিসার শর্ত ভেঙেছিলেন, কেউ আবার কাজ পেলেও কর্তৃপক্ষকে জানাননি।
তাদের কারও কারও ক্ষেত্রে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম (SEVIS)-এ তথ্য না থাকায় মার্কিন অভিবাসন দফতর তাদের ভিসা বাতিল করে দেয়।
OPT ভিসা? বাড়তি নজরদারি
Optional Practical Training (OPT)-এর আওতায় থাকা ছাত্রছাত্রীদের জন্যেও নতুন নিয়ম বলছে—চাকরি শুরু করার ৯০ দিনের মধ্যে কাজের বিস্তারিত রিপোর্ট না করলে বাতিল হবে তাদের বৈধতা।
শুধু তাই নয়, বহু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই তাদের আন্তর্জাতিক পড়ুয়াদের বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। কারণ, এ দেশে ফিরে আসার সময় ইমিগ্রেশন কড়াকড়ির মুখে পড়ে বহু ছাত্রই ফিরে আসতে পারেননি।
পড়ুয়াদের বার্তা: নিয়ম মেনে চলুন, নয়তো বিদায় নিন
এই নতুন বাস্তবতায় যাঁরা আমেরিকায় পড়তে যেতে চাইছেন বা বর্তমানে পড়ছেন—তাঁদের প্রতিটি পদক্ষেপেই সতর্ক থাকতে হবে। কোনও কোর্স ছাড়ার আগে, ক্লাস ফাঁকির আগে, বা দেশে যাওয়ার আগে—শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো বাধ্যতামূলক। নইলে শুধু ভিসা নয়, স্বপ্নটাই হয়তো শেষ হয়ে যাবে মাঝপথে।
World: US Embassy warns international students: Your student visa can be revoked for skipping classes, dropping courses, or unauthorized breaks from study. Avoid deportation and future visa bans. Learn how SEVIS violations led to recent expulsions of South Asian students. Stay compliant to protect your academic future!