ভোটের আবহে ফের মার্কিন মুলুকে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ অনেকে

ভোটের আবহে ফের বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল মার্কিন মুলুক (US Shooting)। জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রে আবারো বন্দুকধারীর গুলিতে বহু মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার কেনটাকি (Kentucky) রাজ্যের…

ভোটের আবহে ফের বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল মার্কিন মুলুক (US Shooting)। জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রে আবারো বন্দুকধারীর গুলিতে বহু মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার কেনটাকি (Kentucky) রাজ্যের লেক্সিংটনের দক্ষিণে একটি গ্রামীণ এলাকায় ইন্টারস্টেট ৭৫ (আই-৭৫) মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় শেরিফের কার্যালয় ফেসবুকে পোস্ট করে স্থানীয়দের সতর্ক করে বলেছে, সক্রিয় বন্দুকধারীর কাজ এবং এ ঘটনায় অসংখ্য ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আরও বলা হয়, লন্ডন নামের একটি স্থানীয় শহর থেকে নয় মাইল উত্তরে আন্তঃরাজ্য মহাসড়কটি ঘিরে রাখা হয়েছে। এমনকি এক সশস্ত্র বন্দুকধারীর ছবিও প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে।

   

কেন্টাকি রাজ্য পুলিশের ট্রুপার স্কটি পেনিংটন জনগণকে বাড়ির ভিতরে থাকার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে শেরিফের অফিস এক ফেসবুক পোস্টে জানিয়েছে যে লন্ডনের নয় মাইল উত্তরে এক্সিট ৪৯ এবং ইউএস ২৫ বন্ধ করে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আই-৭৫ এর কাছে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। কেন্টাকি রাজ্য পুলিশের কর্মকর্তা স্কটি পেনিংটন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘সন্দেহভাজন হামলাকারীকে এই মুহূর্তে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা জনগণকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি।’ যতটুকু তথ্য পাওয়া যাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ততটুকু তথ্য দেবে বলে জানান তিনি।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার লোকজনকে আই-৭৫ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘লরেল কাউন্টিতে আই৭৫-এ গোলাগুলির ঘটনা সম্পর্কে আমরা জানি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৯ নম্বর এক্সিটের উভয় দিকের আন্তঃরাজ্য রুট বন্ধ করে দিয়েছে।’ বেশিয়ার বলেন, ‘নিরাপত্তা বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে। যদিও আমি কেন্টাকি রাজ্য পুলিশ এবং আমাদের হোমল্যান্ড সিকিউরিটি অফিস থেকে প্রাথমিক প্রতিবেদন পাচ্ছি, আমরা সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য সব উপায়ে সহায়তা প্রদান করছি।’

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জর্জিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হওয়ার পর অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি কংগ্রেসকে বন্দুক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।