US Military: আমেরিকান সেনার বিমান ভাঙল মাঝ সাগরে

মার্কিন যুক্তরাষ্ট্র সেনা বাহিনীর (US military) বিমান ভাঙল। একাধিক সেনা নিখোঁজ। এই দুর্ঘটনা ঘটেছে জাপানের উপকূলে। জাপান সাগরের উপর ভেঙে পড়েছে বিমানটি। জাপানের উপকূলরক্ষী বাহিনী…

US military V-22 Osprey aircraft crashed

মার্কিন যুক্তরাষ্ট্র সেনা বাহিনীর (US military) বিমান ভাঙল। একাধিক সেনা নিখোঁজ। এই দুর্ঘটনা ঘটেছে জাপানের উপকূলে। জাপান সাগরের উপর ভেঙে পড়েছে বিমানটি।

জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, বুধবার পশ্চিম জাপানে একটি মার্কিন সামরিক V-22 অসপ্রে বিমান আটজন যাত্রী নিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়।

   

জাপান উপকূল রক্ষী বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ইয়াকুশিমা দ্বীপের কাছে এই দুর্ঘটনার আর কোন বিশদ বিবরণ নেই।তবে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা এখনও ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন বিমানটি সমুদ্রের দিকে নামার সময় বাম ইঞ্জিনে আগুন ধরে। জ্বলতে থাকা বিমান সাগরে ভেঙে পড়ে।

গত আগস্ট মাসে একটি মার্কিন অসপ্রে বিমান সামরিক অনুশীলনের সময় উত্তর অস্ট্রেলিয়ার উপকূলে বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনায় তিন মার্কিন মেরিন নিহত হন।

2016 সালের ডিসেম্বরে জাপানের দক্ষিণাঞ্চলেপ দ্বীপ ওকিনাওয়ার কাছে সমুদ্রে আরেকটি মার্কিন যুদ্ধ বিমান ভেঙেছিল।

অসপ্রে হলো টিল্ট-রোটার প্লেন, যা হেলিকপ্টার এবং ফিক্সড-উইং এয়ারক্রাফ্ট উভয়ের মতোই উড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং জাপানের বাহিনীতে এমন বিমান আছে।

NBC নিউজ জানাচ্ছে এবারের দুর্ঘটনায় ৮ আমেরিকান সেনা সহ ভেঙেছে বিমানটি। জাপানের কাগোশিমা অঞ্চলের প্রায় 45 মাইল দক্ষিণে একটি দ্বীপ ইয়াকুশিমার কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে ওইসব যুদ্ধ বিমানটি।