Vladimir Putin: কিমের ঘরে পুতিন, মুচকি হাসে চিন

চিন-উত্তর কোরিয়া ও রাশিয়া তিন পরমাণু শক্তিধর দেশের ভবিষ্যত পরিকল্পনা জানতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কেন্দ্র পেন্টাগনে ছড়িয়েছে উদ্বেগ। মঙ্গলবার বহু চর্চিত উত্তর কোরিয়া…

চিন-উত্তর কোরিয়া ও রাশিয়া তিন পরমাণু শক্তিধর দেশের ভবিষ্যত পরিকল্পনা জানতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কেন্দ্র পেন্টাগনে ছড়িয়েছে উদ্বেগ। মঙ্গলবার বহু চর্চিত উত্তর কোরিয়া সফর শুরু রুশ প্রেসিডেন্ট (Vladimir Putin) ভ্লাদিমির পুতিনের।

যদিও এর আগে একবার পুতিন পা রেখেছিলেন উত্তর কোরিয়ায়। বিবিসি জানাচ্ছে দীর্ঘ ২৪ বছর পর প্রেসিডেন্ট পুতিনের ফের সফর। সবশেষ ২০০০ সালে তিনি গেছিলেন। তখন কিম জং ইল ছিলেন উত্তর কোরিয়ার শাসক। এখন তাঁর পুত্র কিম জং উন শাসক।

   

দশকের পর দশক উত্তর কোরিয়ায় কিম পরিবারের শাসন চলছে। উত্তর কোরিয়া আছে আন্তর্জাতিক বাম শিবিরে। দেশটির শাসন ক্ষমতায় আছে ওয়ার্কাস পার্টি। যাদের পৃথক সমাজতান্ত্রিক নিয়ম ‘দুচে নীতি’ আন্তর্জাতিক কমিউনিস্ট মঞ্চগুলি এড়িয়ে চলে। তবে তীব্র মার্কিন বিরোধিতার হুঙ্কারে পেন্টাগনের ঘুম উড়িয়ে দেয় কিম সরকার। 

চিন ও রাশিয়ার মত দুই শক্তিশালী পরমাণু শক্তির দেশের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে পূর্ব এশিয়ার মার্কিন মিত্র দেশগুলি আতঙ্কিত। কারণ, কিম জং উনের হুঙ্কার ও মিসাইল প্রীতি।

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের সফরের মধ্য দিয়ে রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে নিরাপত্তা বিষয়ক একটি অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর হতে পারে। দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে পুতিনের প্রয়োজন সমরাস্ত্র সহায়তা। তাই তিনি উত্তর কোরিয়ায় সফরে যাচ্ছেন। যা বিশ্বে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার সাজোয়া ট্রেনে রাশিয়ার উত্তরাঞ্চলে ভ্রমণ করেন। ওই ভ্রমণে কিম রাশিয়ার একটি কারখানায় যান যেখানে যুদ্ধবিমান তৈরি করা হয়।

এবার পুতিনের সফর উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ পুতিনের মত প্রভাবশালী বিশ্বনেতা সফর করবেন। জল ও আকাশ সীমায় গোয়েন্দা বিমান আর জাহাজ পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সার্বভৌমত্বে আঘাতের চেষ্টা করেছে বলে অভিযোগ উত্তর কোরিয়ার। কোরীয় উপদ্বীপে চলমান এই উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফরের পর ভিয়েতনাম সফরে যাবেন। এই কমিউনিস্ট দেশটিও মার্কিন লবির বিরোধী। অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের চর্চিত গুপ্তচর কেজিবির প্রাক্তন এজেন্টের লাল প্রীতি আছে বলেই প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা। যদিও সোভিয়েত ভাঙার পর নতুন রাশিয়ায় বিরোধী শক্তি দেশটির কমিউনিস্ট পার্টি। আর তাদের প্রতিদ্বন্দ্বী পুতিন।

উত্তর কোরিয়ার বন্ধু দেশ চিন। কমিউনিস্ট চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কিম জং উন ও পুতিনের সংযোগ আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।