রুশ তেল কেনায় দিল্লিকে খোঁচা, ভারতকে ‘শুল্কের মহারাজা’ বললেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা

US-India trade tensions কলকাতা: ভারতের উপর চাপ বাড়াল হোয়াইট হাউসের ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নাভারো অভিযোগ তুলেছেন—ভারতীয় রিফাইনারিগুলি রাশিয়ার অপরিশোধিত তেল কিনে…

US-India trade tensions

US-India trade tensions

কলকাতা: ভারতের উপর চাপ বাড়াল হোয়াইট হাউসের ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নাভারো অভিযোগ তুলেছেন—ভারতীয় রিফাইনারিগুলি রাশিয়ার অপরিশোধিত তেল কিনে ‘মুনাফার ব্যবসা’ চালাচ্ছে। তাঁর কটাক্ষ, “ভারত রাশিয়ার তেলের জন্য লন্ড্রি বা ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে।”

২৭ অগাস্ট থেকে দ্বিগুণ শুল্ক?

নাভারো স্পষ্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭ অগাস্ট থেকে ভারতের উপর আরোপিত শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্তে কোনও রকম ছাড় দেবেন না। তাঁর অভিযোগ, “ভারত তার ভূমিকাকে বুঝতে চাইছে না। মস্কোর কাছ থেকে তেল কিনে তারা ইউক্রেনে রক্তপাতকে দীর্ঘায়িত করছে। সেই অর্থ দিয়ে রাশিয়া অস্ত্র তৈরি করছে, আর আমেরিকান করদাতাদের আরও সাহায্য পাঠাতে হচ্ছে ইউক্রেনে।”

   

“মহারাজা ট্যারিফ” US-India trade tensions

ট্রাম্পের ঘনিষ্ঠ এই উপদেষ্টা ভারতের বাণিজ্যনীতিকে সরাসরি নিশানা করে বলেন, “ভারতের শুল্ক হার অত্যন্ত উঁচু। আমি একে বলি ‘মহারাজা ট্যারিফ’। আমেরিকার সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি বিপুল। ভারতীয় সংস্থাগুলি আমাদের বাজার থেকে আয় করে সেই অর্থ দিয়ে রুশ তেল কেনে, রিফাইন করে মুনাফা করে, আর সেই টাকায় রাশিয়া যুদ্ধ চালায়।”

প্রশংসা ও সতর্কবার্তা একসঙ্গে

তবে কড়া সমালোচনার পাশাপাশি নাভারো ভারতের নেতৃত্বকেও প্রশংসা করেন। বলেন, “আমি ভারতকে ভালবাসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহান নেতা। কিন্তু ভারতের উচিত বোঝা যে বর্তমান অবস্থান যুদ্ধকে থামাচ্ছে না, বরং তাকে দীর্ঘায়িত করছে।” তাঁর মন্তব্য, “শান্তির রাস্তা নিউ দিল্লির মধ্য দিয়েই যায়।”

Advertisements

কূটনৈতিক সুর ও পাল্টা যুক্তি

নাভারোর এই তীব্র মন্তব্য এসেছে এমন সময়, যখন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ভারত নিজের শক্তি প্রয়োজন মেটাতে ও বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল করতে রুশ তেল কিনছে। তাঁর দাবি, আমেরিকাই একসময় দিল্লিকে অনুরোধ করেছিল রুশ তেল কেনার মাধ্যমে জ্বালানির দামে স্থিরতা আনতে।

World: White House trade advisor Peter Navarro has criticized India for its purchase of Russian oil, calling it a “laundromat” for Russian crude. He has also warned of a potential doubling of tariffs by August 27.