US Attack: হামলা শুরু মার্কিন সেনার, যে কোনও সময় প্রত্যাঘাতে ইরানি বাহিনী

iran airforce Missile Attack

নির্দেশ আসতেই হামলা শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের।  85টিরও বেশি ইরানি সেনা ঘাঁটিতে আক্রমণ (US Attack) শুরু করেছে মার্কিন সেনা। বিবিসি’র খবর, ইরানের এই সেনা ঘাঁটিগুলি ইরাক ও সিরিয়ায় অবস্থিত। ইরানের তরফে প্রত্যাঘাত যে কোনও সময় বলেই মনে করা হচ্ছে। দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত আন্তর্জাতিক তেল বাজারে ধস নামার আশঙ্কা।

বিবিসির খবর, ইরানের সমর্থনকারী কয়েকটি গোষ্ঠীর ঘাঁটিতে  বিমান হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে জর্ডনে ড্রোন হামলার প্রতিশোধ হিসাবে যা তিন মার্কিন সেনা নিহত হয়েছিল। তার জেরে আক্রমণ। মার্কিনি হামলায় সিরিয়ায় ১৮ জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে।

   

মার্কিন সামরিক বাহিনীর বিশাল ব্যারেজ কমান্ড ও কন্ট্রোল হেডকোয়ার্টার, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলাবারুদ স্টোরেজ সাইট এবং জঙ্গিদের সাথে সংযুক্ত অন্য লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়। অন্যদিকে ইরানের হুঁশিয়ারিতে সংঘাত তীব্র হবে বলেই মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন