Ukraine War: পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া, খুশি পুতিন

ইউক্রেনে হামলা অব্যাহত রাশিয়ার। এই পরিস্থিতিতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মস্কো থেকে রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ…

ইউক্রেনে হামলা অব্যাহত রাশিয়ার। এই পরিস্থিতিতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মস্কো থেকে রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। দেশটির পারমাণবিক অস্ত্রাগারে এটি নতুন সংযোজন এমনই জানাচ্ছে বিবিসি ও আল জাজিরা।

রাশিয়া জানায়,দেশের উত্তরপূর্বে অবস্থিত প্লেসেটস্ক থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। সেই ক্ষেপণাস্ত্র  কামচাটকা উপদ্বীপে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র মস্কোর শত্রুদের চিন্তায় রাখবে। 

   

পুতিন আরও বলেন, নতুন ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ কৌশলগত এবং প্রযুক্তর।এটি সব ধরনের আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেমের বিরুদ্ধে কার্যকর। পৃথিবীতে এর সমকক্ষ অস্ত্র নেই এবং এমন ক্ষেপণাস্ত্র তৈরিতে অন্যানেতারা দেশের আরও সময় লাগবে। 

তবে রাশিয়াতেই বিরোধিতার মধ্যে পড়ছেন পুতিন।ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে ‘পাগলাটে যুদ্ধ’ বলেছেন রুশ ধনকুবের ওলেগ টিনকভ। তিনি দ্রুত যুদ্ধ থামানোর বার্তা দেন।

টিনকভ রাশিয়ার প্রভাবশালী উদ্যোক্তা, টিনকফ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাইক্লিং দল টিনকফ স্যাক্সোর মালিক। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডের প্রকাশ্যে সমালোচনা করা প্রভাবশালী ব্যক্তিদের একজন। টিনকভ বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে।

এর আগে রাশিয়ার আরও দু’জন ধনকুবের মিখাইল ফ্রিডম্যান এবং ওলেগ দেরিপাসকা শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা এমন সরাসরি পুতিনের সমালোচনা করেননি।