Ukraine War: সময় এলেই পশ্চিমি দুনিয়াকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি পুতিনের

দেড় মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের (Ukraine War) বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। কিন্তু এখনও ইউক্রেন অধরা রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে। বুচা শহরে পুতিনের সেনা বাহিনীর…

Putin threatens to give the West an appropriate response when the time comes

দেড় মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের (Ukraine War) বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। কিন্তু এখনও ইউক্রেন অধরা রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে। বুচা শহরে পুতিনের সেনা বাহিনীর গণহত্যা চালানোর খবর প্রকাশ্যে আসতেই রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে চাপিয়েছে পশ্চিমি দুনিয়া। এদিন তার প্রেক্ষিতে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার পুতিন বলেন, তাঁরা পশ্চিমী দেশগুলির অনেক অত্যাচার মুখ বুজে সহ্য করছেন। কিন্তু একদিন এর উপযুক্ত জবাব দেবে রাশিয়া। তিনি বলেন, তাঁদের লক্ষ্য হল যে উদ্দেশ্যে তাঁরা ইউক্রেনে লড়াই চালাচ্ছেন সেটা দ্রুত পূরণ করা। ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কমিয়ে আনা।

পুতিন অভিযোগ করেন, ইউক্রেনের মিত্রশক্তি পশ্চিমী দুনিয়া কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে চক্রান্তে মদত জোগাচ্ছে। ইউক্রেনের মাটিতে নব্য নাৎসিদের প্রশিক্ষণ চলছে। তাদের একমাত্র লক্ষ্য হল রাশিয়াকে ধ্বংস করা। কিন্তু এটা তারা কখনওই করতে পারবে না।

রুশ বাহিনী এদিন ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের উপর হামলা আরও জোরদার করেছে। পূর্ব ইউক্রেন দখল করতে মরিয়া হয়ে উঠেছে মস্কো। এরই মধ্যে মঙ্গলবার জার্মানি সরকারের এক প্রতিনিধি দল ইউক্রেন সফরে এসেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। গত সপ্তাহেই ইউক্রেন সফরে এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলােদিমির জেলেনস্কি ফের ইউরোপীয় ইউনিয়নের কাছে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানো আর্জি জানিয়েছেন। জেলেনস্কি বলেছেন, রাশিয়া আমাদের সেনার সঙ্গে পেরে উঠতে না পেরে নির্বিচারে নিরীহ মানুষের উপর হামলা চালাচ্ছে। রাশিয়া যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে সেটা যে কোনও সভ্য সমাজকে লজ্জা দেবে। যদিও রাশিয়ার দাবি তারা মূলত ইউক্রেনের সেনা ও তাদের অস্ত্রাগারগুলির উপর হামলা চালাচ্ছে।

এরইমধ্যে রাশিয়ার হ্যাকাররা ইউক্রেনের পাওয়ার গ্রিড হ্যাক করার চেষ্টা চালিয়েছে বলে খবর। গত সপ্তাহের শেষ দিকে রুশ হ্যাকারদের হামলা হয়েছে বলে ইউক্রেন এদিন জানিয়েছে। পুতিন এদিন আরও বলেছেন, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে রাশিয়া ও বেলারুশের সম্পর্ক আরও মজবুত হওয়া দরকার। দুদেশের সম্পর্ক মজবুত না হলে তাঁরা পশ্চিমী দুনিয়ার মোকাবিলা করতে পারবেন না।

অন্যদিকে এদিন নিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে তাঁরা সব ধরনের সাহায্য করবেন। রুশ আক্রমণে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনের পুনরুজ্জীবনে তাঁরা খুব শীঘ্রই এক বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করবেন।