Ukraine War: ইউক্রেন সীমান্তের রুশ শহরে ধারাবাহিক বিস্ফোরণে প্রবল আতঙ্ক

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া বেলগরোদ শহরে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় রুশ প্রশাসনিক কর্তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বিবিসি জানাচ্ছে এ খবর। (Ukraine War)…

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া বেলগরোদ শহরে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় রুশ প্রশাসনিক কর্তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বিবিসি জানাচ্ছে এ খবর। (Ukraine War)

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, বেলগরোদ শহরটি ইউক্রেন সীমাম্ত থেকে ৪০ কিলোমিটার দূরে। সেখানে অন্তত তিনটি পরপর বিস্ফোরণ হয়।

বিবিসির খবর, আঞ্চলিক প্রশাসক ভিয়াচেসলভ গ্লাদকভ সামাজিক মাধ্যম অ্যাপ টেলিগ্রামে বলেছেন, তিনি স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় বিস্ফোরণের শব্দ শুনতে পান। গ্লাদকভ পরে জানান যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছে।

ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপের বদলা নিতে রাশিয়া বন্ধ করছে জ্বালানি গ্যাস সরবরাহ। বিবিসি জানাচ্ছে, রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, তারা বুধবার থেকেই পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিবে। পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি পিজিএনআইজি বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল আটটা সরবরাহ বন্ধ হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে। বুলগেরিয়া সরকার একই তথ্য জানিয়েছে।

রাশিয়া আগেই বলেছে যে গ্যাস নিতে হলে তার মূল্য রাশিয়ার মুদ্রা রুবলে শোধ করতে হবে। না হলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর ইউরোপ জুড়ে জ্বালানি সংকট তীব্র হতে চলেছে। কারণ রাশিয়ার উপরেই নির্ভর করে পুরো ইউরোপ। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে ন্যাটো সদস্য দেশগুলি রাশিয়ার সঙ্গে দূরত্ব রাখায় মস্কোর হুঁশিয়ারি ইউরোর জ্বালানি শূন্য হবে।