রাশিয়ার ভেতরে ঢুকে ব্যাপক হামলা ইউক্রেনের, ঘর ছাড়া রুশেরা

প্রায় দুবছর হয়ে গিয়েছে রুশ-ইউক্রেন (Russia-Ukraine war) যুদ্ধ এখনও অব্যাহত। তবে বিগত কয়েক দিন ধরেই ঘুরছে যুদ্ধের চাকা। রুশ ভূখণ্ডের ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেন…

Ukraine army enters and strike inside russian territori

প্রায় দুবছর হয়ে গিয়েছে রুশ-ইউক্রেন (Russia-Ukraine war) যুদ্ধ এখনও অব্যাহত। তবে বিগত কয়েক দিন ধরেই ঘুরছে যুদ্ধের চাকা। রুশ ভূখণ্ডের ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেন সেনা। সম্প্রতি রাশিয়ার কুরস্ক প্রদেশে একাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন (Russia-Ukraine war) । তারপর ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার সড়ক ধরে ভেতরে ঢুকতে থাকে সাজোয়া গাড়ি। ইতিমধ্যে রাশিয়ার ভেতরে ১০০০ বর্গ কিলোমিটার ইউক্রেন দখল করে নিয়েছে বলেও জানা গিয়েছে।

‘রুটি জোগাতে পকেটে টান…’ বেহাল পাকিস্তানে এক চাকরিতে রক্ষে নেই!

   

সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, কুরস্কে শহর এখন কার্যত ইউক্রেন সেনার ঘেরাটোপে। লাগোয়া বেলগোরদ ও ব্রিয়ানস্ক অঞ্চলেও তারা লাগাতার হামলা চালাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কুরস্কে সামরিক বিপর্যয় কার্যত মেনে নিয়েছেন বলে দাবি করা হয়েছে সংবাদমাধ্যমে।

রাষ্ট্রসংঘ নজরদারিতে হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচারের দাবি

এই বিষয় ভ্লাদিমিক পুতিন ইউক্রেন সেনার অনুপ্রবেশের বিষয় কার্যত স্বীকার করে জোরদার প্রত্যাঘাতের নির্দেশ দিয়েছেন রুশ সেনাকে। রুশ ভূখন্ডে ইউক্রেন সেনাকে লাথি মেরে তাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

‘রুটি জোগাতে পকেটে টান…’ বেহাল পাকিস্তানে এক চাকরিতে রক্ষে নেই!

রাশিয়ার ভূখন্ডে ইউক্রেন (Russia-Ukraine war)  হামলায় কুরস্ক অঞ্চলে এক লক্ষের ওপর লোক ঘরছাড়া হয়েছেন। ইতিমধ্যেই ১২ জনের ওপর রুশ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আগামীদিনে রাশিয়ার আরও অভ্যন্তরে কতটা জোরদার হামলা চালানো যায় তা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন সেনা।সম্প্রতি রাশিয়ায় ড্রোন হামলাও বাড়িয়েছে ইউক্রেন। সেনা ঘাঁটির বদলে জনবসতি টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া।