UK Shootout: ফের ইংল্যান্ডে প্রকাশ্যে খুন, এবার খতম খালিস্তানি শিখ জঙ্গি নেতা

ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূতদের খুনের পর্ব চলছে। একের পর এক খুনের ঘটনায় তীব্র আতঙ্ক। লন্ডনেই পরপর খুনের ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে। এবার ব্রিটেনেই খুন করা হলো…

UK Shootout: ফের ইংল্যান্ডে প্রকাশ্যে খুন, এবার খতম খালিস্তানি শিখ জঙ্গি নেতা

ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূতদের খুনের পর্ব চলছে। একের পর এক খুনের ঘটনায় তীব্র আতঙ্ক। লন্ডনেই পরপর খুনের ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে। এবার ব্রিটেনেই খুন করা হলো এক খালিস্তানি শিখ জঙ্গি নেতাকে। গুলি করে মারা হয়েছে তাকে।

বিবিসি জানাচ্ছে, খালিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজারকে গুলি করে হত্যা করা হয়েছে। হরদীপ সিং নিজ্জার ভারত সরকার কর্তৃক ‘ওয়ান্টেড’ ঘোষিত। তার বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি, ভারত সরকার কর্তৃক প্রকাশিত একটি তালিকায় নিজ্জারের নাম উঠে আসে।  যেখানে আরও ৪০ জন জঙ্গির নাম রয়েছে।

   

নিজ্জারের বিরুদ্ধে ২০২২ সালে এনআইএ তদন্তে জলন্ধরে একজন পুরোহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আছে। নিজারকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হশ্র। পুরোহিতকে হত্যার ষড়যন্ত্র জড়িত খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ)।  নিজ্জার  কেটিএফ জঙ্গি সংগঠনের প্রধান।

Advertisements