Monday, December 8, 2025
HomeUncategorized'হামলা জারি থাকবে', পাকিস্তানকে হুমকি তালিবানদের

‘হামলা জারি থাকবে’, পাকিস্তানকে হুমকি তালিবানদের

- Advertisement -

 

এবার পাকিস্তানকে চ্যালেঞ্জ করল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নেতা মুফতি নুর ওয়ালি মেহসুদ । তালিবানদের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার হুমকি দিয়েছেন নুর ওয়ালি।

   

তিনি জানান, ‘আলোচনা ব্যর্থ হলে আমরা আরও হামলা চালাব। আমরা জিহাদ চালিয়ে যাব।’
জঙ্গি নেতা নুর ওয়ালি বলেন, তেহরিক-ই-তালিবান তালিবানদের সঙ্গে মতপার্থক্য বা উত্তেজনার কোনো প্রশ্নই ওঠে না।

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের প্রধান মুফতি নুর ওয়ালি মেহসুদ পাকিস্তান সরকারকে খোলাখুলি হুমকি দিয়ে বলেছেন, তাদের দাবি না মানলে হামলা আরও তীব্র হতে পারে। নূর ওয়ালি আরও প্রকাশ করেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ জেনারেল ফয়েজ হামিদ পাকিস্তানের পক্ষে আলোচনা করছেন। তিনি বলেছিলেন যে তিনি খাইবার পাখতুনখোয়া থেকে পাকিস্তানের উপজাতীয় বেল্ট ফাটাকে পৃথক করার জন্য তার দাবিতে অনড় ছিলেন।

সন্ত্রাসবাদী প্রধান নুর ওয়ালি মেহসুদ আরও বলেন, টিটিপি-র ক্রমবর্ধমান হামলার আশঙ্কা থেকেই পাকিস্তান সরকার আলোচনায় বসতে রাজি হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular