“অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার সময় শেষ”: ডালাস-হত্যাকাণ্ডে বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন: মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, “অবৈধ অপরাধীদের প্রতি নরম হওয়ার সময় শেষ।” ডালাসে ভারতীয় বংশোদ্ভূত এক মোটেল ম্যানেজারের নৃশংস হত্যাকাণ্ডের…

trumps statement on illegal immigrant

ওয়াশিংটন: মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, “অবৈধ অপরাধীদের প্রতি নরম হওয়ার সময় শেষ।” ডালাসে ভারতীয় বংশোদ্ভূত এক মোটেল ম্যানেজারের নৃশংস হত্যাকাণ্ডের পরেই তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

চন্দ্র নাগমাল্লাইয়ার হত্যা নিয়ে মন্তব্য

ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, “আমি চন্দ্র নাগমাল্লাইয়ার হত্যার ভয়াবহ খবর জেনেছি। তিনি ডালাসের এক সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর স্ত্রী ও ছেলের সামনে একজন কিউবান অবৈধ অভিবাসী তাঁকে শিরশ্ছেদ করেছে—যে কোনোদিনই আমাদের দেশে থাকার যোগ্য ছিল না।”

   

প্রেসিডেন্ট আরও দাবি করেন, অভিযুক্ত ইয়র্দানিস কোবোস-মার্টিনেজ (৩৭) অতীতে একাধিক অপরাধে জড়িত ছিল, শিশু যৌন নির্যাতন, গাড়ি চুরি থেকে শুরু করে মিথ্যা কারাবাস পর্যন্ত। “তবু অযোগ্য জো বাইডেন প্রশাসনের সময় তাকে আমাদের দেশে ছেড়ে দেওয়া হয়, কারণ কিউবা এমন অপরাধীকে ফেরত নিতে রাজি হয়নি,” অভিযোগ ট্রাম্পের।

অবৈধ অপরাধীদের প্রতি কোনো সহানুভূতি নয় trumps statement on illegal immigrant

তিনি আশ্বাস দেন, “এই অপরাধী এখন আমাদের হেফাজতে। তাকে প্রথম-ডিগ্রির হত্যা মামলায় অভিযুক্ত করা হবে এবং আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আমার প্রশাসনে অবৈধ অপরাধীদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না।”

উল্লেখ্য, গত সপ্তাহে ডালাসের ডাউনটাউন সুইটস মোটেলে ৫০ বছর বয়সি চন্দ্র মৌলি “বব” নাগমাল্লাইয়াহ-কে ধারালো অস্ত্র দিয়ে খুন করে সহকর্মী কোবোস-মার্টিনেজ। চক্ষু সন্মুখে ঘটে যায় সেই বিভীষিকা—স্ত্রী ও সন্তানের সামনে ঘটে যায় শিরশ্ছেদ।

Advertisements

শোকস্তব্ধ প্রবাসী ভারতীয় সমাজ

এই ঘটনায় শোকস্তব্ধ ভারতীয় প্রবাসী সমাজ। ইতিমধ্যেই হিউস্টনে ভারতীয় কনস্যুলেট নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে। কনস্যুল জেনারেল ডিসি মঞ্জুনাথ জানিয়েছেন, তাঁরা পরিবার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সবরকম প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

এই হত্যাকাণ্ড একদিকে যেমন ভারতীয় প্রবাসী মহলে গভীর ক্ষোভ ও বেদনা ছড়িয়েছে, অন্যদিকে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, অভিবাসন নীতিতে আরও কঠোর অধ্যায়ের সূচনা করতে চলেছেন তিনি।

World: Following a horrific Dallas murder, Donald Trump issues a powerful statement, declaring “the soft time is over” for illegal criminals. A Cuban immigrant stands accused of the beheading, sparking national debate.