‘মাদুরোর চেয়েও বেশি মাসুল গুনতে হবে’, ডেলসি রদ্রিগেজকে হুঁশিয়ারি ট্রাম্পের

Trump warns Delcy Rodríguez

ওয়াশিংটন ও কারাকাস: ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে বন্দি করার পর এবার সে দেশের অন্তর্বর্তীকালীন নেত্রী ডেলসি রদ্রিগেজকে (Delcy Rodríguez) সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়েছেন, ওয়াশিংটনের নির্দেশ অমান্য করলে ডেলসিকে মাদুরোর চেয়েও “ভয়াবহ মূল্য” চোকাতে হতে পারে।

“মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে”

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ ক্লাবে বসে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যদি সে (ডেলসি) সঠিক পথে না চলে, তবে তাকে অনেক বড় মূল্য দিতে হবে। সম্ভবত মাদুরোর চেয়েও বড়।” ট্রাম্পের এই মন্তব্যে পরিষ্কার যে, ভেনেজুয়েলার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কোনো বাধাই সহ্য করবেন না তিনি।

   

মাদুরো বর্তমানে নিউ ইয়র্ক সিটির একটি কারাগারে বন্দি রয়েছেন। মার্কিন বাহিনীর রাতের অন্ধকারে চালানো এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার তেল সম্পদ এবং অন্যান্য খনিজ ভাণ্ডারে আমেরিকার “সম্পূর্ণ অ্যাক্সেস” প্রয়োজন যাতে তারা দেশটি নতুন করে গড়ে তুলতে পারে।

ডেলসি রদ্রিগেজের অনড় অবস্থান Trump warns Delcy Rodríguez

ট্রাম্পের এই হুমকির মুখে নতি স্বীকার করতে অস্বীকার করেছেন ৫৬ বছর বয়সী আইনজীবী ও রাজনীতিবিদ ডেলসি রদ্রিগেজ। মাদুরোর দীর্ঘদিনের সহযোগী এবং ২০১৮ সাল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ডেলসি বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ভেনেজুয়েলা আর কখনও কারও উপনিবেশ হবে না। আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বদ্ধপরিকর।” তিনি মার্কিন অভিযানকে “আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন” বলে অভিহিত করেছেন এবং ট্রাম্প প্রশাসনকে “চরমপন্থী” বলে আখ্যা দিয়েছেন।

পরবর্তী লক্ষ্য কি গ্রিনল্যান্ড?

আটলান্টিক-এর সাথে আলাপকালে ট্রাম্প আরও একটি চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলাই শেষ নয়। আমেরিকার নিরাপত্তার স্বার্থে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করা এখন অপরিহার্য হয়ে পড়েছে। ট্রাম্পের দাবি, ওই অঞ্চলটি বর্তমানে রুশ ও চিনা জাহাজে ঘেরা, যা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি।

মাদুরো আটক: একটি ‘নিখুঁত অপারেশন’

এদিকে, এফবিআই (FBI) ডিরেক্টর ক্যাশ প্যাটেল (Kash Patel) এক বিবৃতিতে জানিয়েছেন, মাদুরোকে আটক করার বিষয়টি একটি সুপরিকল্পিত ‘ল এনফোর্সমেন্ট মিশন’ ছিল। কয়েক মাসের পরিকল্পনায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর, এফবিআই এবং ডিইএ (DEA)-এর সমন্বয়ে এই অভিযান চালানো হয়। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অঞ্চলটিকে অস্থিতিশীল করার অভিযোগ আনা হয়েছে।

World: Donald Trump warns Venezuela’s Delcy Rodríguez she will “pay a bigger price” than Maduro for defying the US. Following Maduro’s capture, Trump demands access to oil and eyes Greenland for national security. Read the latest on this global crisis.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন