ওয়াশিংটন: বুধবার থেকে ভারতের উপর ৫০ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার তেল কেনার প্রেক্ষিতে এই শুল্কের ব্যাখ্যা দিলেও, ট্রাম্প দাবি করেছেন, এর বীজ মূলত ভারতের ও পাকিস্তানের মধ্যে ২০২১ সালের উত্তেজনার সময় বোনা হয়েছিল। বুধবার নিজের ক্যাবিনেট বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, সেই সময়ই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগের সময় শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন।
কোনও বাণিজ্য চুক্তি হবে না
ট্রাম্প বলেন, “সেদিন মোদীর সঙ্গে আমার কথোপকথনের সময় আমি জিজ্ঞেস করেছিলাম, পাকিস্তানের সঙ্গে আপনারা কী করছেন? দুই দেশের মধ্যে ঘৃণার ইতিহাস বহু বছর ধরে চলে আসছে। এরপরই আমি বলেছিলাম, আপনাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি হবে না যদি পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছেন। অন্যথায় আমরা এমন শুল্ক আরোপ করব যে আপনার মাথা ঘুরে যাবে।” ট্রাম্পের দাবি, ওই ফোনালাপের জেরে নয়াদিল্লিকে পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছিল এবং মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
যুদ্ধ বিরতির ক্রেডিট trump trade threat india pakistan
তবে ভারত-পাক উত্তেজনা সম্পূর্ণ স্থিতিশীল হয়নি বলে ট্রাম্প মন্তব্য করেন, “তাদের সংঘাত হয়ত ফের শুরু হতে পারে। আমি নিশ্চিত নই। তবে যদি তা ঘটে, আমি এটি বন্ধ করব। আমরা এমন সংঘাত ঘটতে দিতে পারি না।” উল্লেখ্য, ১০ মে ট্রাম্প সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন, তাঁর হস্তক্ষেপে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও ভারত এই দাবি প্রত্যেকবার অস্বীকার করেছে।
প্রধানমন্ত্রী মোদি এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, “ভারতের সঙ্গে কোনও বাণিজ্য আলোচনা সিঁদুর অপারেশনের সময় হয়নি।” পাশাপাশি বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করও নিশ্চিত করেছেন, পাকিস্তানের সরাসরি অনুরোধে কোনও বিদেশী হস্তক্ষেপ ছাড়াই সংঘর্ষবিরতি বাস্তবায়িত হয়েছে। শুল্ক সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের কৃষক ও অর্থনীতির স্বার্থ ক্ষুণ্ণ করবে এমন কোনও চুক্তি ভারত করবে না।
World: Amidst escalating India-Pakistan tensions, Donald Trump issues a severe tariff warning, stating, “Your head’s going to spin.” The statement highlights the potential for his administration to use trade policy as a tool in global geopolitical conflicts.