শুল্ক চাপের মাঝেই পুতিনকে ফোন! কৌশল ব্যাখ্যা চাইলেন মোদী: ন্যাটো প্রধান

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-বিরোধী শুল্কনীতি মস্কোর উপর বড় ধরনের প্রভাব ফেলেছে বলে দাবি করলেন ন্যাটো (NATO)-র সেক্রেটারি-জেনারেল মার্ক রুট। রুটের কথায়, রাশিয়ার তেল…

Trump Tariff Modi Putin

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-বিরোধী শুল্কনীতি মস্কোর উপর বড় ধরনের প্রভাব ফেলেছে বলে দাবি করলেন ন্যাটো (NATO)-র সেক্রেটারি-জেনারেল মার্ক রুট। রুটের কথায়, রাশিয়ার তেল ক্রয়ে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প৷ এমতাবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত ‘কৌশল ব্যাখ্যা’ করার জন্য চাপ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

শুল্ক রাশিয়ার ওপর প্রভাব ফেলছে

নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের (UNGA) ফাঁকে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেন, “এই শুল্ক অবিলম্বে রাশিয়ার ওপর প্রভাব ফেলছে। এর মানে হল দিল্লি এখন মস্কোর সঙ্গে সরাসরি যোগাযোগে এবং প্রধানমন্ত্রী মোদী ভ্লাদিমির পুতিনকে জিজ্ঞাসা করছেন, ‘আমি আপনাকে সমর্থন করি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের প্রভাব আমাদের মোকাবেলা করতে হবে, তাই আপনি কি আপনার কৌশল ব্যাখ্যা করতে পারেন?’”

   

রুট আরও দাবি করেন, ভারত এখন রাশিয়ার সঙ্গে তেল ক্রয়ের বিষয়ে তার অবস্থান পুনর্বিবেচনা করতে চাইছে। তবে এই মন্তব্যের প্রেক্ষিতে নয়াদিল্লি বা মস্কো থেকে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৫০ শতাংশ শুল্কের প্রভাব Trump Tariff Modi Putin

গত মাসে ট্রাম্প প্রশাসন রুশ তেল কেনার অপরাধে ভারতের ওপর ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক এবং অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা আরোপ করে। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত রুশ তেল ক্রয় করে মস্কোর ইউক্রেন আক্রমণকে উৎসাহিত করছে।

Advertisements

এই উত্তেজনার প্রেক্ষিতে এই সপ্তাহে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল নিউইয়র্কে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য আলোচনা করে। এর আগে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে “খুব ভালো বন্ধু” বলে উল্লেখ করে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার আশার কথা জানিয়েছিলেন।

মোদী-পুতিন ফোন আলোচনা

শুল্ক আরোপের পরও প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পুতিন ১৭ সেপ্টেম্বর মোদীর ৭৫তম জন্মদিনে ফোনে কথা বলেন। মোদীর কার্যালয় জানায়, মোদী ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন। এর আগে ১ সেপ্টেম্বর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের পর দুই নেতা একসঙ্গে গন্তব্যে গিয়েছিলেন।

ন্যাটো-র দিকে ট্রাম্পের আহ্বান

অন্যদিকে ট্রাম্প চলতি মাসে ন্যাটো দেশগুলিকে আহ্বান জানিয়েছেন, তারা যেন চিনের ওপর ৫০–১০০ শতাংশ শুল্ক আরোপ করে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে। এই বিষয়ে মার্ক রুটও ট্রাম্পের সঙ্গে সহমত প্রকাশ করে বলেন, ন্যাটো দেশগুলির উচিত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News