মাস্ক-ট্রাম্প দ্বন্দ্ব প্রকাশ্যে, প্রযুক্তি মহলে নয়া জল্পনা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করলেন যে তাঁর রাজনৈতিক সিদ্ধান্তে চমক থাকবেই। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে অনুষ্ঠিতব্য এক বিশেষ ডিনারের অতিথি…

মাস্ক-ট্রাম্প দ্বন্দ্ব প্রকাশ্যে, প্রযুক্তি মহলে নয়া জল্পনা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করলেন যে তাঁর রাজনৈতিক সিদ্ধান্তে চমক থাকবেই। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে অনুষ্ঠিতব্য এক বিশেষ ডিনারের অতিথি তালিকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। কারণ, বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং টেসলা ও স্পেসএক্সের সিইও এলন মাস্ককে (Trump-Elon Musk) এই বহুল প্রতীক্ষিত ডিনার থেকে বাদ দেওয়া হয়েছে।

হোয়াইট হাউস সূত্রে খবর, এই ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংস্থাগুলির সিইও এবং প্রতিষ্ঠাতাদের। এই তালিকায় রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যাপলের টিম কুক, মেটার মার্ক জাকারবার্গ, গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান প্রমুখ। এছাড়াও অরাকলের সাফরা ক্যাটজ, ব্লু অরিজিনের ডেভিড লিম্প, মাইক্রনের সঞ্জয় মেহরোত্রা, পালান্টিয়রের শ্যাম সঙ্কর, স্কেল এআই-এর আলেকজান্ডার ওয়াং এবং শিফট৪ পেমেন্টসের জ্যারেড আইজাকম্যানও এই ডিনারের অংশ হবেন।

   

তবে এই সমস্ত নামের ভিড়ে যিনি স্পষ্টতই অনুপস্থিত, তিনি হলেন এলন মাস্ক। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক চলতি বছরের মে মাসে প্রকাশ্যে তিক্ত হয়। ট্রাম্প প্রশাসনের “One Big, Beautiful Bill” নীতি নিয়ে মতবিরোধের জেরেই নাকি এই দূরত্ব তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারে ট্রাম্পকে ব্যাপক সমর্থন দেওয়া সত্ত্বেও এবং প্রশাসনের “Department of Government Efficiency” বা DOGE প্রকল্পের নেতৃত্ব দেওয়ার পরও মাস্কের রাজনৈতিক ভূমিকা দ্রুত কমতে শুরু করে। অবশেষে DOGE থেকে পদত্যাগের পর থেকেই দু’জনের সম্পর্ক একপ্রকার ভেঙে পড়ে।

হোয়াইট হাউসের এই বিশেষ ডিনার শুধুমাত্র আনুষ্ঠানিক ভোজ নয়। অনুষ্ঠানের পরেই শুরু হবে নতুন “Artificial Intelligence Education Task Force”-এর বৈঠক, যার নেতৃত্বে থাকবেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এর লক্ষ্য মার্কিন শিক্ষাব্যবস্থায় এআই প্রযুক্তির অগ্রগতি এবং নিরাপত্তা নিশ্চিত করা।

Advertisements

হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল এক বিবৃতিতে বলেছেন, “রোজ গার্ডেন ক্লাব এখন ওয়াশিংটনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান। প্রেসিডেন্ট শীর্ষ প্রযুক্তি, ব্যবসা এবং রাজনৈতিক নেতাদের স্বাগত জানাতে উদগ্রীব। এটি হবে বহু নতুন আয়োজনের সূচনা।”

প্রযুক্তি খাতের এমন বড় মাপের বৈঠক ও নীতি আলোচনায় মাস্কের অনুপস্থিতি নিঃসন্দেহে ইঙ্গিতবহ। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এআই ও প্রযুক্তি খাতের নতুন নীতিনির্ধারণে মাস্কের প্রভাব ক্রমশই হ্রাস পাচ্ছে। যদিও স্পেসএক্স এবং টেসলার মাধ্যমে মাস্ক এখনও বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা, তবুও রাজনৈতিক মহলে তাঁর অবস্থান যে এখন অনিশ্চিত, তা আরও একবার স্পষ্ট হলো এই আমন্ত্রণ তালিকা থেকেই।