ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নিষেধাজ্ঞা অমান্য করে ফের গাজায় আক্রমণ করেছে ইজরায়েল। প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধ বন্ধ করার ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিয়ে আরও ৬ জন গাজাবাসীর প্রাণ কেড়েছেন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।
এই কাজের জন্য এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কড়া ধমক খেলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্প বলেন, “আপনি এত নেতিবাচক হওয়া বন্ধ করুন। দু-বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে চলেছে। হামাসের উপর হামলা করলে জয় হাতছাড়া হবে”।
বস্তুত, হামাসের যুদ্ধবন্দী ফেরানর বার্তার পর ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে “সুখবর” হিসেবে দেখছেন না নেতানিয়াহু। সূত্রের খবর, ‘হামাসের ইতিবাচক সাড়া’ খন্ডাতে ওয়াশিংটন এবং তেল আভিভের কাছ থেকে প্রতিক্রিয়া আশা করেছিলেন নেতানিয়াহু। কিন্তু বর্তমানে ট্রাম্প সম্পূর্ণ অন্যপথে হাঁটছেন।
হামাসের কাছ থেকে ‘শান্তির ইঙ্গিত’ মিলতেই সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ তিনি। কিন্তু নেতানিয়াহুর নেতিবাচক এবং আক্রমণাত্মক মনোভাবের জন্য ‘বিশ্বের অষ্টম যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের’ লক্ষ্য ব্যাহত হচ্ছে বলে নেতানিয়াহুর উপর ক্ষুণ্ণ হচ্ছেন ট্রাম্প (Donald Trump)।
গাজা চুক্তি
সোমবার হামাস, ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার জন্য মিশরে মিলিত হওয়ার কথা রয়েছে। যেখানে ডোনাল্ড ট্রাম্প আলোচকদের গাজায় প্রায় দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান এবং ইজরায়েলে ও গাজার বন্দীদের মুক্তির আহ্বান জানাবেন। রবিবার নিজের সমাজমাধ্যমে ট্রুথ সোশ্যালে “হামাসের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে” বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যত দ্রুত সম্ভব প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধ বন্ধ করতে জোড় দিচ্ছেন তিনি।