“দিনে মিষ্টি কথা, রাতে বোমা,”পুতিনকে কটাক্ষ করে ইউক্রেনে মিসাইল পাঠানোর ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রকাশ্যে একহাত নিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম, উনি যেটা বলেন, সেটাই…

Trump Send Patriot Missiles To Ukraine

ওয়াশিংটন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রকাশ্যে একহাত নিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম, উনি যেটা বলেন, সেটাই করেন। খুব সুন্দর করে কথা বলেন, আর রাতে গোপনে মানুষকে বোমা মেরে উড়িয়ে দেন। এটা আমাদের পছন্দ নয়।”

একইসঙ্গে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল পাঠাবে, যদিও কত সংখ্যক মিসাইল পাঠানো হবে তা এখনও ঠিক হয়নি।

   

“আমরা এক পয়সাও দিচ্ছি না”  সাফ জানালেন ট্রাম্প

প্যাট্রিয়ট মিসাইল পাঠানোর ঘোষণার পাশাপাশি, ইউক্রেনকে নিয়ে আমেরিকার অর্থনৈতিক ভূমিকা থেকে সরে দাঁড়ানোর সঙ্কেত দিলেন ট্রাম্প। তাঁর স্পষ্ট বার্তা, “আমরা এখন ইউক্রেনকে এক পয়সাও দিচ্ছি না। পরবর্তী অস্ত্র-সহায়তার পুরো খরচ দেবে ইউরোপীয় ইউনিয়ন। আমাদের কিছু দেওয়ার প্রশ্নই নেই। এটা আমাদের জন্য শুধুই ব্যবসা।”

ট্রাম্পের এই বক্তব্য একদিকে যেমন ইউক্রেন ইস্যুতে আমেরিকার অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে, তেমনই তাঁর পুরনো অবস্থান থেকেও খানিকটা সরে আসার ইঙ্গিত দিচ্ছে।

Advertisements

ন্যাটো-কে নিয়েও ফের সরব ট্রাম্প Trump Send Patriot Missiles To Ukraine

ট্রাম্প বারবারই অভিযোগ করে এসেছেন, ন্যাটো-তে আমেরিকার অর্থনৈতিক দায়ভার অনান্য দেশের তুলনায় অনেক বেশি। রবিবারের বক্তব্যেও সেই ক্ষোভ ঝরে পড়ে। তিনি বলেন, “এভাবেই হওয়া উচিত ছিল বহুদিন আগে। ইউরোপ নিজের সুরক্ষার দায়িত্ব নিজেই নিক।”

নীতিগত বদলের ইঙ্গিত?

ট্রাম্প অতীতে একাধিকবার ইউক্রেনে সামরিক সহায়তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কিন্তু এবার তাঁর বক্তব্যে দেখা গেল, সামরিক সহায়তা পাঠাতে রাজি হলেও অর্থনৈতিক দায়ভার ইউরোপের উপর চাপিয়ে দেওয়ার কৌশল নিতে চাইছেন তিনি।

এই অবস্থান মার্কিন নীতিতে বড় রদবদলের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ট্রাম্পের এই বক্তব্যে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।