‘মোদী সুন্দরতম, কঠোর নেতা’ বলেও ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের

Trump says Modi Nicest Looking Guy

নয়াদিল্লি: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ফের প্রশংসায় মুখর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় এপেক (APEC) সম্মেলনের প্রাক্কালে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে ভাষণে ট্রাম্প একদিকে মোদীকে আখ্যা দিলেন “the nicest looking guy”, অর্থাৎ “সবচেয়ে সুদর্শন মানুষ” হিসাবে৷ সেই সঙ্গেই তাঁর দাবি, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি তিনি নিজে থামিয়ে দিয়েছিলেন।

Advertisements

মোদীর প্রশংসা

ট্রাম্প বলেন, “দুটি পারমাণবিক শক্তিধর দেশ তখন যুদ্ধের মুখে। আমি বাণিজ্য চাপে রাখি, আর কয়েক দিনের মধ্যেই তারা জানায়-যুদ্ধ শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী অসাধারণ মানুষ। তিনি কঠোর, শক্তিশালী এবং সত্যিকারের লড়াকু নেতা।”

   

মোদীর প্রশংসার পাশাপাশি ট্রাম্প ইঙ্গিত দেন, শিগগিরই ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চলেছে যুক্তরাষ্ট্র। তাঁর কথায়, “আমি ভারতের সঙ্গে ট্রেড ডিল করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী মোদীর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।”

পাকিস্তান সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প। বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রীও দারুণ মানুষ। তাঁর ফিল্ড মার্শাল একজন দুর্ধর্ষ যোদ্ধা।”

Advertisements

বাণিজ্য ভয় Trump says Modi Nicest Looking Guy

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, সেই সময়ে তিনি দুই দেশের শীর্ষ নেতৃত্বকে ফোন করে সতর্ক করেছিলেন, “তোমরা যখন একে অপরের সঙ্গে যুদ্ধ করছ, তখন আমেরিকা তোমাদের কারও সঙ্গেই বাণিজ্য চুক্তি করবে না।”

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের মে মাসে সীমান্তে সংক্ষিপ্ত সামরিক সংঘাতের পর ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফিরিয়ে আনার নেপথ্যে তাঁরই ভূমিকা ছিল। তবে নয়াদিল্লি সেই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণ দ্বিপাক্ষিক, তৃতীয় পক্ষের কোনও ভূমিকা সেখানে ছিল না।