নির্বাচনে হারলে আমায় ‘ইমপিচ’ করা হবে! সিঁদুরে মেঘ দেখছেন ট্রাম্প?

rump midterm impeachment warning

ওয়াশিংটন ডিসি: ২০২৬ সালের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের (Midterm Elections) আগে রিপাবলিকান শিবিরে আশঙ্কার বাণী শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে দলীয় সহকর্মীদের সতর্ক করে তিনি জানিয়েছেন, এই নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজিত হলে বিরোধীরা তাকে ইমপিচমেন্ট বা অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে।

নির্বাচনে জিততেই হবে

ওয়াশিংটনে হাউস রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সভায় ট্রাম্প অত্যন্ত খোলামেলাভাবে বলেন, “আপনাদের এই নির্বাচনে জিততেই হবে। কারণ যদি আমরা না জিতি, তবে ওরা (ডেমোক্র্যাটরা) আমাকে ইমপিচ করার কোনো না কোনো বাহানা খুঁজে বের করবেই। আমি নিশ্চিতভাবেই ইমপিচমেন্টের মুখোমুখি হব।” আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই খবরটি প্রকাশ করেছে।

   

কেন সংকটে ট্রাম্পের প্রেসিডেন্সি? Trump midterm impeachment warning

চলতি বছরের নভেম্বরে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসন এবং উচ্চকক্ষ সেনেটের ১০০টি আসনের মধ্যে এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমানে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ট্রাম্পের বিতর্কিত অনেক সিদ্ধান্তকে রক্ষা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পায়, তবে তাদের হাতে ট্রাম্পের বিরুদ্ধে আইনি তদন্ত এবং ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করার সাংবিধানিক ক্ষমতা চলে আসবে।

ভেনেজুয়েলা ইস্যু ও ডেমোক্র্যাটদের তোপ

নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর থেকেই ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন। মেরিল্যান্ডের ডেমোক্র্যাট আইনপ্রণেতা এপ্রিল ম্যাকক্লেইন ডেলানি সামরিক পদক্ষেপের প্রতিবাদে অবিলম্বে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরুর ডাক দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার স্টেট সেনেটর স্কট ওয়েনার এই অভিযানকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, নিউ ইয়র্কের আইনপ্রণেতা ড্যান গোল্ডম্যান ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, “মাদুরোর মতো একই অসাংবিধানিক কৌশল ব্যবহার করছেন ট্রাম্প, যা মার্কিন গণতন্ত্র এবং সংবিধানের অবমাননা।” ডেমোক্র্যাট নেত্রী ম্যাক্সিন ওয়াটার্সের অভিযোগ, কংগ্রেসকে এড়িয়ে অন্য দেশের ওপর হামলা চালানো হয়েছে কেবল সে দেশের তেল সম্পদের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য।

প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণ

যদিও মধ্যবর্তী নির্বাচনে হারলে ট্রাম্প সরাসরি ক্ষমতা হারাবেন না, তবে তিনি রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়বেন। নিজের ‘সুইপিং রিফর্মস’ বা আমূল সংস্কারের পরিকল্পনাগুলো বাস্তবায়নে কংগ্রেসের সমর্থন হারাবেন তিনি। সেই সঙ্গে ভেনেজুয়েলা অভিযানের আইনি বৈধতা নিয়ে তাকে বড় ধরনের সংকটের মুখে পড়তে হতে পারে।

ওয়াকিবহাল মহলের মতে, পরাজয়ের ভয় দেখিয়ে আসলে নিজের দলের নেতা-কর্মীদের নির্বাচনমুখী করতেই ট্রাম্প এই মন্তব্য করেছেন। তবে ভেনেজুয়েলা পরিস্থিতি যে তার রাজনৈতিক কেরিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

World: President Donald Trump warns of impeachment if Republicans lose the 2026 midterms. Following the Venezuela military operation, Democrats ramp up calls for legal action. Stay updated on the high-stakes political battle for control of US Congress.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন