ওয়াশিংটন ডি.সি.: রাজনীতির অন্দরের গোপন আলোচনা যদি হঠাৎ প্রকাশ্যে চলে আসে, তখন কূটনীতির নীরব কক্ষে ঝড় উঠতে বাধ্য। সোমবার হোয়াইট হাউসের ইস্ট রুমে ইউক্রেন যুদ্ধকে ঘিরে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝেই এমনই এক অপ্রত্যাশিত দৃশ্য দেখা গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কানে কানে কথা বলছিলেন, চালু থাকা মাইক্রোফোনে ধরা পড়ে গেল তাঁর গোপন মন্তব্য। মুহূর্তেই তা পুরো হলঘরে ছড়িয়ে পড়ল, উপস্থিত রাষ্ট্রনেতা ও সাংবাদিকদের মধ্যে তৈরি হলো বিস্ময়ের সঞ্চার।
ইউক্রেনের নিরাপত্তা ঘিরে বৈঠক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব—ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে। হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত এই বহুপাক্ষিক বৈঠক ছিল যুদ্ধ পরিস্থিতি ঘিরে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ।
গোপন ফিসফাস, প্রকাশ্যে বিস্ময় Trump Macron mic leak
বৈঠক শুরুর ঠিক আগে ট্রাম্প হালকা রসিকতা করছিলেন ম্যাক্রোঁর সঙ্গে। সম্ভবত তিনি খেয়াল করেননি, টেবিলের সামনের মাইক্রোফোন তখনও চালু। ঠিক সেই সময়ই গলা নামিয়ে ট্রাম্প বলেন—
“আমার মনে হয়, পুতিন একটা চুক্তি করতে চান। আমার জন্যই তিনি চুক্তি করতে চাইছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? যতই অবিশ্বাস্য শোনাক, এটাই সত্যি।”
মুহূর্তেই ট্রাম্পের ব্যক্তিগত ফিসফাস ভেসে যায় গোটা হলে। রাষ্ট্রনেতারা স্তব্ধ হয়ে শোনেন, সাংবাদিকদের কানে পৌঁছে যায় সেই শব্দ।
পুতিন প্রসঙ্গ ও কূটনৈতিক বার্তা
ট্রাম্প আসলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলাপচারিতার প্রসঙ্গই টেনে আনছিলেন বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্য ইঙ্গিত দেয় যে মস্কোও যুদ্ধবিরতির জন্য নতুন সমীকরণে রাজি হতে পারে। তবে হোয়াইট হাউসের অন্দরমহলের হাসিঠাট্টা হঠাৎ করেই জনসমক্ষে চলে আসায় তা এখন আন্তর্জাতিক কূটনীতির আলোচনার কেন্দ্রে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ঘটনার পর থেকেই ওয়াশিংটনে গুঞ্জন, ট্রাম্পের এই অনিচ্ছাকৃত মন্তব্য হয়তো রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করছে। তবে সমালোচকদের মতে, বৈঠকের গোপন আলোচনার এমন প্রকাশ অস্বস্তিতে ফেলতে পারে ইউরোপীয় মিত্রদেরও।
World: A private conversation between Donald Trump and Emmanuel Macron was accidentally broadcast during a White House meeting, revealing Trump’s belief that Vladimir Putin wants a peace deal. The mic caught the secret whisper, creating a diplomatic stir and viral moment.