‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মারলে আমরাও প্রস্তুত’, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন: ইরানের চলমান গণবিক্ষোভ দমনে বলপ্রয়োগ করা হলে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে এভাবেই ইরান…

trump-warning-iran-protests-locked-and-loaded

ওয়াশিংটন: ইরানের চলমান গণবিক্ষোভ দমনে বলপ্রয়োগ করা হলে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে এভাবেই ইরান সরকারকে কার্যত চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে মার্কিন সেনাবাহিনী পালটা ব্যবস্থার জন্য ‘লকড অ্যান্ড লোডেড’ অর্থাৎ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

Advertisements

কেন উত্তপ্ত ইরান?

গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভের সাক্ষী হচ্ছে ইরান। দেশটির জাতীয় মুদ্রা ‘রিয়াল’-এর নজিরবিহীন দরপতন এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার সাধারণ মানুষ। গত রবিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ তেহরান ছাড়িয়ে লরেস্তান, ফরাস, কেরমানশাহ এবং হামাদানের মতো বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার অনেক জায়গায় সরকারি ছুটি ঘোষণা করা হলেও বিক্ষোভ দমানো যায়নি।

   

রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানি trump iran protest warning

ইরানি সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী, বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

পুলিশ স্টেশনে হামলা: লরেস্তান প্রদেশে বিক্ষোভকারীরা একটি থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে খবর। সেখানে অন্তত ৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

গ্রেপ্তার ও অভিযান: সরকারি তরফে ২০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি রাজতন্ত্রের সমর্থক এবং বিদেশি চর সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রীয় টেলিভিশন।

ট্রাম্পের হুঁশিয়ারি ও ইরানের পালটা জবাব

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, “ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে মারে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে আসবে। আমরা প্রস্তুত রয়েছি।”

অন্যদিকে, এই হুঁশিয়ারির পালটা জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের উপদেষ্টা আলি লারিজানি। তিনি সাফ জানিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে ভয়াবহ অস্থিরতা ও বিশৃঙ্খলা ডেকে আনবে।

অর্থনৈতিক বিপর্যয়ে জর্জরিত ইরান

২০১৮ সালে ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কঠোর হয়েছে। বর্তমানে ১ মার্কিন ডলারের দাম প্রায় ১৪ লক্ষ রিয়ালে ঠেকেছে। গত জুনে ইজরায়েলের সঙ্গে ১২ দিনের বিমান যুদ্ধ এবং মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে।

World: US President Donald Trump warns Iran of military action if peaceful protesters are killed. As the Iranian rial collapses and unrest spreads, Trump declares the US is “locked and loaded” to intervene, while Tehran warns of regional chaos.

Advertisements