বিবিসির বিরুদ্ধে ১০০০ কোটি ডলারের মানহানির মামলা ঠুকলেন ট্রাম্প! কেন?

Trump BBC Defamation Lawsuit

ওয়াশিংটন: ২০২১ সালের নির্বাচনের পর ক্যাপিটল হিলে ঘটানো হামলার উস্কানির অভিযোগ নিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির বিরুদ্ধে ১০০০ কোটি ডলারের মানহানি মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মামলা দায়েরের এই খবর নিশ্চিত করেছে এপি সংবাদ সংস্থা।

মামলার নথিতে অভিযোগ করা হয়েছে, বিবিসি মিথ্যা ও উস্কানিমূলক খবর পরিবেশন করেছে এবং ট্রাম্পকে দোষী প্রমাণ করার উদ্দেশ্যে তথ্যচিত্রের সম্পাদনা ভুলভাবে ও বিকৃতভাবে করা হয়েছে। মামলা ৩৩ পাতার বিস্তারিত দাবি তুলে ধরে ট্রাম্পের সম্মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

   

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। ওই বছর বিবিসি একটি তথ্যচিত্রে দেখায়, প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশের পর ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পকে দায়ী করা যায়। তথ্যচিত্রে ৬ জানুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের দু’টি আলাদা বক্তব্যকে একত্র করে এমনভাবে দেখানো হয়, যেন তিনি সরাসরি হামলার উস্কানি দিয়েছেন। ঘটনাটি প্রকাশের পর বিশ্বজুড়ে তোলপাড় হয়।

প্রাথমিকভাবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, ট্রাম্প কোনও ধরনের হিংসাত্মক কার্যকলাপের প্ররোচনা দেননি।

বিবিসির প্রতিক্রিয়া

তথ্যচিত্রে ভুল সম্পাদনার অভিযোগে নভেম্বরে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সময়সীমা দিয়ে তথ্যচিত্র তুলে নেওয়ার দাবি করেন। এর পর বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চায়। বিবিসির চেয়ারম্যান সমীর শাহ বিষয়টি ‘সিদ্ধান্তগ্রহণে ভুল’ হিসেবে ব্যাখ্যা করেন। তবে চাপের মুখে ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং সংবাদ বিভাগের সিইও ডেবোরা টার্নেস ইস্তফা দেন, এবং বিতর্কের পুরো দায় নেন।

মামলার মাধ্যমে ট্রাম্পের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, বিবিসির কাজ মাত্র প্রকাশনা নয়, সম্মানহানির উদ্দেশ্যে করা হয়েছে। এই মামলা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মার্কিন রাজনৈতিক মহলে নতুনভাবে সমালোচনার ঝড় তুলতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন