বড়দিনের সকালে শতাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, বহু মৃত্যুর আশঙ্কা

কাজাকিস্তান: বড়দিনে বড় দুর্ঘটনা। শতাধিক যাত্রী নিয়ে মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান। কাজাকিস্তানের আকটাউ বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে…

tragic plane crash near Aktau Airport

short-samachar

কাজাকিস্তান: বড়দিনে বড় দুর্ঘটনা। শতাধিক যাত্রী নিয়ে মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান। কাজাকিস্তানের আকটাউ বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷ (tragic plane crash near Aktau Airport)

   

বাকু থেকে উড়ান tragic plane crash near Aktau Airport

বুধবার সকালে কাজাকিস্তানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনির উদ্দেশে রওনা দিয়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমান৷ কুয়াশার কারণে বিমানটির রুট পরিবর্তন করা হয়। মাঝ আকাশে হঠাৎই নিয়ন্ত্রণ হারান চালক। তবে অপর একটি সূত্রে বলা হচ্ছে, এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির৷ তার জেরেই বেসামাল হয়ে দুর্ঘটনাটি ঘটে৷ বিমানটিতে ১০৫ জন যাত্রী ও পাঁচজন ক্রু মেম্বার ছিলেন৷ 

জরুরি অবতরণের সময় দুর্ঘটনা tragic plane crash near Aktau Airport

আজারবাইজান এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে , ‘‘এমব্রেয়ার ১৯০ বিমানটি বাকু-গ্রোজনি রুটে সফর করার সময় আকতাউ শহরের প্রায় তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণের সময় আছড়ে পড়েছে। ঘটনার বিষয়ে শীঘ্রই আরও তথ্য জনসাধারণকে জানানো হবে।”

এয়ারলাইন্সের তরফে আরও জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নামতে শুরু করে৷ মুহূর্তের মধ্যে সেটি আকটাউ বিমানবন্দরের কাছে একটি খোলা মাঠে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাতে দাউ দাউ করে আগুন ধরে যায়৷ 

নিয়ন্ত্রণ হারান চালক

জানা গিয়েছে, জরুরি অবতরণের করার জন্য অনুরোধ জানিয়েছিলেন চালক। কিন্তু অনুমতি না মেলায় মাঝ আকাশে চক্কর খেতে থাকে বিমানটি। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। 

World: A tragic plane crash near Aktau Airport in Kazakhstan on Christmas Day claims many lives. The Azerbaijan Airlines flight, en route from Baku to Grozny, lost control mid-air due to fog and possibly a bird strike. The plane had 105 passengers and 5 crew members.