HomeWorldTragedy Strikes: নেপালে বাস দুর্ঘটনায় মৃত ৬ ভারতীয় তীর্থযাত্রী

Tragedy Strikes: নেপালে বাস দুর্ঘটনায় মৃত ৬ ভারতীয় তীর্থযাত্রী

- Advertisement -

Tragedy Strikes: নেপালের বারা জেলায় এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় ৬ ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ১৯ জন আহত হয়েছে। পুলিশের মতে, বাসটি কাঠমান্ডু থেকে জনকপুর যাচ্ছিল। ওই বাসে বেশ কয়েকজন ভারতীয় তীর্থযাত্রী ছিল। এবং যাওয়ার পথে বারার চুরিয়ামাইয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ডেপুটি সুপারিনটেনডেন্ট প্রদীপ বাহাদুর ছেত্রী ফোনে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “বাসটি প্রায় ২ টোর দিকে ইস্ট-ওয়েস্ট হাইওয়ে বরাবর সিমারা সাব-মেট্রোপলিটন সিটি ২২-এর চুরিয়ামাই মন্দিরের দক্ষিণে একটি নদীর তীরে রাস্তা থেকে প্রায় ৫০ মিটার নিচে পড়ে যায়”।

   

এই দুর্ঘটনার পর ভারতের রাজস্থান রাজ্যের মৃত ভারতীয় নাগরিকদের শনাক্ত করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, দুর্ঘটনায় একজন নেপালি নাগরিকও মারা গিয়েছেন।

বাসে দুই চালক ও একজন হেলপার সহ মোট ২৭ জন ছিলেন। এই দুর্ঘটনার পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ভারতীয় মৃতদের সনাক্তকরণের কাজ চলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular