HomeTop Storiesইরানে অপহৃত ৩ ভারতীয়, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি

ইরানে অপহৃত ৩ ভারতীয়, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি

- Advertisement -

Indians Kidnapped in Iran: ইরানে ভয়াবহ ঘটনার শিকার হয়েছেন পঞ্জাবের তিন যুবক। সাঙ্গরুর, হোশিয়ারপুর ও এসবিএস নগর জেলার বাসিন্দা হুশনপ্রীত সিং, জসপাল সিং ও অমৃতপাল সিং নামের তিন ভারতীয় নাগরিক ইরানে নিখোঁজ হয়েছেন। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে জরুরি ভিত্তিতে অনুসন্ধান চালানো হচ্ছে।

দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, “তিন ভারতীয় নাগরিকের পরিবার আমাদের জানিয়েছে যে তারা ইরান সফরের পর থেকে নিখোঁজ। দূতাবাস এই ঘটনাটি ইরান সরকারকে গুরুত্ব সহকারে জানিয়েছে এবং দ্রুত তাদের খোঁজ পাওয়ার ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।”

   

জানা গেছে, এক দালালের মাধ্যমে ওই তিনজনকে অস্ট্রেলিয়া পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে দুবাই-ইরান রুটে পাঠানো হয়েছিল। ওই দালাল তাদের ইরানে থাকার ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছিল। কিন্তু ১ মে তেহরানে নামার পরপরই তারা অপহৃত হন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণকারীরা তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ১ কোটি টাকা দাবি করেছে। এমনকি, অপহৃতদের রক্তাক্ত অবস্থায় হলুদ দড়ি দিয়ে বাঁধা একটি ভিডিও পাঠিয়ে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে।

ভুক্তভোগীরা অপহরণকারীদের ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। তবে ১১ মে’র পর থেকে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। এতে উদ্বেগ আরও বেড়েছে। এদিকে, যে দালালটি হোশিয়ারপুর থেকে তাদের বিদেশ পাঠানোর ব্যবস্থা করেছিল, সে-ও বর্তমানে নিখোঁজ বলে জানা গেছে।
এই ঘটনায় চরম উৎকণ্ঠায় ভুগছে ভুক্তভোগীদের পরিবার। তারা ভারত সরকার ও বিদেশ মন্ত্রকের কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ইরানে নিখোঁজ ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ আশা করছে গোটা দেশ।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular