টাইগার রবি যেন ভিজে বিড়াল! বাংলাদেশেই ‘ভুয়া রবি’ বলে নিষিদ্ধ করার দাবি

গোটা শরীরে বাঘের মতো উল্কি এঁকে নিজ দেশের ক্রিকেট দলের হয়ে গলা ফাটান (Tiger Robi) টাইগার রবি। তিনি ভারতে গিয়ে আক্রান্ত হবার অভিযোগ তুলেছিলেন। অভিযোগ…

Tiger Robi

গোটা শরীরে বাঘের মতো উল্কি এঁকে নিজ দেশের ক্রিকেট দলের হয়ে গলা ফাটান (Tiger Robi) টাইগার রবি। তিনি ভারতে গিয়ে আক্রান্ত হবার অভিযোগ তুলেছিলেন। অভিযোগ প্রমাণ হয়নি। সেই কারণে ভারতে তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। ফেরৎ পাঠানো হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সুপার ফ্যানকে। নিজ দেশেও ধিকৃত হচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বাংলাদেশিরা। তারা বলছেন ‘ভুয়া রবি’, ‘বানোয়াট রবি’।

বাংলাদেশ ভারতের টেস্ট সিরিজে শনিবার কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন টাইগার রবি। ম্যাচ চলাকালীন তিনি নিজের ওপর হামলার অভিযোগ করেন। অজ্ঞান হয়ে পড়লে স্টেডিয়াম থেকে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, স্থানীয় কিছু দর্শক মারধর করেছে। পাঁজরে এবং কোমরে আঘাত করা হয়েছে। তবে সিটি-স্ক্যান এবং এক্স-রে পরীক্ষায় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। 

   

বাংলাদেশি আইকনিক সমর্থক টাইহার রবির অভিযোগের ভিত্তিতে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ দেখেন কানপুরের এসিপি অভিষেক পান্ডে। তিনি জানান, ‘মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি।’

Tiger Robi

জানা গেছে গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যায়। পরে টাইগার রবি ভিডিও বার্তায় জানান তিনি অসুস্থ। এর আগে চেন্নাই টেস্টেও হেনস্থার অভিযোগ তুলেছিলেন টাইগার রবি। এবার কানপুরে তার অভিযোগ ভুয়ো প্রমাণ হল।

বাংলাদেশের সমর্থক টাইগার রবিকে ভারতে পুনরায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। মেডিকেল ভিসায় ভারতে ঢুকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে গলা ফাটাচ্ছেন টাইগার রবি। তার তোলা হামলার অভিযোগে বাংলাদেশে আলোড়ন পড়েছিল। এবার সেই অভিযোগ ভুয়ো প্রমাণ হওয়ায় বাংলাদেশেই ধিকৃত হচ্ছেন টাইগার রবি। তাকে দেশের অভ্যন্তরেও বয়কট করার দাবিনে সামাজিক মাধ্যম সরগরম।