Bhutan: ভোটদেশের ভোট, দরজা বন্ধ করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ভুটান

ভুটানের ভোটে ভারত ও চিনের কড়া নজর রয়েছে। পশ্চিমবঙ্গের অতি ঘনিষ্ঠ দেশটিতে ভোট হয় নীরবে।

ভোটদেশ-প্রাচীন বণিক ও সামাজিক জীবনে তিব্বত ও সংলগ্ন এলাকার এমনই নাম ছিল। কালক্রমে শব্দটি আর প্রচলিত নয়। পুরনো নথিতে লেখা সেই ‘ভোটদেশ’-এ ভোট। ভুটানের (Bhutan) জাতীয়  নির্বাচনের প্রাথমিক পর্বের ভোট গ্রহণ হবে শুক্রবার। দেশটির জাতীয় নির্বাচনের দ্বিতীয় পর্ব হবে আগামী ৯ জানুয়ারি।  ভারত ও চিনের মাঝে থাকা ভুটানের যাবতীয় সড়ক সংযোগ ভারতের সাথে। দুই দেশের মধ্যে থাকা ভুটান গেটগুলি বন্ধ করা হলো। 

ভুটান নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে থিম্পুর সংবাদসংস্থা বিবি়এস জানাচ্ছে, নির্বাচনের জন্য বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে ফটক। এই সময়ের মধ্যে ভুটান থেকে আসা-যাওয়া স্থগিত করা হয়েছে।এর ফলে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জ়য়গাঁ ও অসম লাগোয়া জেলেফুর বিখ্যাত দুটি ভুটান গেট সহ অন্যান্য সবকটি চেকপোস্ট বন্ধ।

   

Bhutan

ভুটানে ভোট পদ্ধতি: দেশটির জাতীয় পরিষদের মোট ৪৭টি আসন প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে ভোটাররা দলকে ভোট দেন। সেই ভোটে শীর্ষ দুটি দল মূল পর্বে প্রার্থী দিতে সক্ষম হয়। সেই ভোটে সরকার গঠিত হয়।

রাজা নিয়ন্ত্রিত গণতান্ত্রিক দেশ ভুটান। দেশটির শীর্ষ ক্ষমতার অধিকারী রাজা। বর্তমান ভুটান রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক। ১৯৪৯ সালের মৈত্রী চুক্তি অনুসারে ভুটান ভারত ঘনিষ্ঠ। তবে নিজেদের প্রতিবেশিক ভুটানের প্রতি নজর রেখেছে চিন। গত ২০১৮ সালের নির্বাচনে Druk Nyamrup Tshogpa (DNT) সংখ্যাগরিষ্ঠ আসন জয়ী হয়। দলটির নেতা ডা: লোটে শেরিং প্রধানমন্ত্রী। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন