জুম্মাবারের নামাজের সময় মসজিদে ভয়ংকর বিস্ফোরণ! আহত ৫৪!

জুম্মাবারের নামাজের (Friday prayers) মাঝেই মসদিকে ভয়ংকর বিস্ফোরণ (Explosion)। ঘটনায় আহত প্রায় ৫৪। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিশ্বের সঞ্চেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার (Indonesia) রাজধানী জাকার্তায়। পুলিশ সূত্রে খবর, উত্তর জাকার্তার কেলাপা গাডিং-এর একটি স্কুল কমপ্লেক্সে অবস্তিত মসজিদে (Mosque) বিস্ফোরণ ঘটে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisements

স্থানীয় পুলিশ প্রধান এসেপ এডি সুহেরি দেশীয় একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন, ঘটনায় এখনও পর্যন্ত আহত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেতেহু বিধ্যালয় প্রাঙ্গনেই বিস্ফোরণ (Blast) ঘটে, তাই আহতদের মধ্যে অনেক শিশু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান। অনেকেই গুরুতরভাবে ঝলসে গিয়েছে বলেও জানা গিয়েছে।

   

স্থানীয় সংবাদমাধ্যমে দেখা গিয়েছে, বিদ্যালয়ের সামনে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। পুলিশ প্রধান সুহেরি বলেন, বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যারা সুস্থ আছেন তাঁদেরকে তৎক্ষণাৎ বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে আহত ৫৪ জনের মধ্যে ২০ জন শিক্ষার্থী এখনও হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

Advertisements

তদন্তকারী দল ঘতনাস্থলের কাছে একটি খেলনা রাইফেল ও বন্দুক পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। “বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য পুলিশ এখনও ঘটনাস্থল তদন্ত করছে”, বলেন পুলিশ প্রধান সুহেরি। তবে ঘটনার সম্পূর্ণ কারণ না জেনে এটিকে ‘আক্রমণ’ বলে দাগিয়ে না দিতে অনুরোধ করেন তিনি।