দেওয়ালে লেখা ‘মোদী জঙ্গি ও হিন্দু বিরোধী’, ভাঙা হল হিন্দু মন্দির

আবারো একবার বিদেশে ভেঙে ফেলা হল হিন্দু মন্দির (Temple Vendalised)। কানাডায় ফের একবার হিন্দু মন্দিরে হামলা হয়েছে। এডমন্টনের একটি মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখা। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন জানিয়েছে, সকালে বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখা হয়। এতে আক্রান্ত হন ভারতীয় বংশোদ্ভূত কানাডার এমপি চন্দ্র আর্য।

Advertisements

হিন্দু আমেরিকান ফাউন্ডেশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ঘটনার একটি ছবি শেয়ার করেছে। এই কানাডিয়ান হিন্দু চেম্বার অফ কমার্স নিশ্চিত করেছে যে কানাডার এডমন্টনে বিএপিএস মন্দিরটি লক্ষ্য ছিল। কানাডার হাউস অব কমন্সের হাতে গোনা কয়েকজন হিন্দু এমপির একজন আরিয়া হুমকি পেয়েছেন। এতে ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমপি চন্দ্র আর্য বলেন, ‘কানাডায় হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এবার এডমন্টনের বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে ফের ভাঙচুর চালানো হয়েছে। গত কয়েক বছরে বৃহত্তর টরন্টো, ব্রিটিশ কলম্বিয়া এবং কানাডার অন্যান্য জায়গায় হিন্দু মন্দিরগুলি ভারতবিরোধী স্লোগান দিয়ে ভাঙচুর করা হয়েছে। ‘

মন্দিরে ভাঙচুরের পাশাপাশি এর দেওয়ালে হিন্দু বিরোধী কথা লেখা রয়েছে। মন্দিরের দেয়ালে লেখা ‘মোদি অ্যান্ড এমপি (কানাডার) আর্য কানাডা ও হিন্দু সন্ত্রাসবিরোধী। মনে করা হচ্ছে, এই কর্মকাণ্ড খালিস্তান সমর্থকদের। কানাডার হিন্দু সম্প্রদায় সরকারের কাছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

Advertisements

হিন্দু-কানাডিয়ান সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘৃণা ও হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নেপিয়ার সংসদ সদস্য চন্দ্র আর্য। মঙ্গলবার নিজের একসাথে হ্যান্ডেলে তিনি বলেন, কানাডার এডমন্টনে বিএপিএস স্বামীনারায়ণ হিন্দু মন্দিরে আবারও ভাঙচুর করা হয়েছে, যা উদ্বেগজনক।