পাকিস্তান প্রসঙ্গে বিস্ফোরক দাবী তালিবান-মুখপাত্রের, দিলেন হুঁশিয়ারি

কাবুল: কয়েক দশক ধরে চলে আসা পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত (Pakistan-Afghanistan border dispute) সংঘাত শনিবার নতুন মোড় নিয়েছে। রাতভোর অপারেশনে ডুরান্ড লাইনের কাছে স্থিত বেহেরামপুর জেলায় প্রত্যাঘাতে প্রায় ৫৮ জন পাকিস্তানি সেনাকে খতম করা হয়েছে বলে দাবী করলেন তালিবান (Taliban)-মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid)।

রবিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, “আফগান বাহিনী ২৫ টি পাকিস্তানি সেনা পোস্ট দখল করেছে এবং ৫৮ জন পাক-সেনাকে খতম করার পাশাপাশি ৩০ জন আহত হয়েছে”। প্রসঙ্গত, শনিবার রাতে আফগান-পাক সীমান্ত সংঘর্ষ অন্য রূপ ধারণ করে। দু-পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

   

কুনার, নাঙ্গারহার, পাক্তিয়া, খোস্ত এবং হেলমান্দ প্রদেশে সংঘর্ষ চলছে বলে জানায় তালিবান। রবিবার মুজাহিদ বলেন, “শনিবারের হামলায় ৯ জন আফগান সেনা মারা গিয়েছেন। অবশেষে কাতার এবং সৌদি আরব হস্তক্ষেপ করায় মধ্যরাতের সংঘর্ষ স্থগিত করা হয়”।

হামলার সূত্রপাত

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের শুরুতে দুটি হামলার পর সীমান্তে (Pakistan-Afghanistan border dispute) নতুন করে উত্তেজনা ছড়ায়। যার জন্য পাকিস্তানকেই দায়ী করছে তালিবান প্রশাসন। বৃহস্পতিবার রাত ১০টার আগে কাবুলের আব্দুল হক স্কোয়ারে প্রথম বিস্ফোরণটি ঘটে, যেখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং জাতীয় গোয়েন্দা সংস্থা রয়েছে।

দ্বিতীয়টি পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে ঘটে। আফগান বিবৃতিতে এই জোড়া হামলাকে “আকস্মিক এবং জঘন্য” বলে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি আরও খারাপ হলে পাকিস্তানি সেনাবাহিনীকে তার পরিণতি ভোগ করতে হবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তালিবান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন